Arijit

ভবিষ্যতের কথা ভেবে রাহুলের পরিবর্তে রোহিতের সহকারী হচ্ছেন এই তরুণ ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের এমন ভরাডুবি কিছুতেই মেনে নিতে পারছে না বিসিসিআই। সেই কারণে আগামী দিনে সম্পূর্ণ ভাবে ঢেলে সাজানোর চিন্তাভাবনা করা হচ্ছে ভারতীয় দলকে। ইতিমধ্যে ভারতের সীমিত ওভারের এবং টেস্ট ক্রিকেটে দুটি আলাদা আলাদা অধিনায়ক নির্বাচিত হয়েছে। সেই সঙ্গে আগামী দিনের জন্য এখন থেকেই অধিনায়ক তৈরি রাখার কথা চিন্তা ভাবনা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

   

একদিনের ক্রিকেটে বিরাট কোহলি কে সরিয়ে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার হাতে। কোহলির উত্তরসূরি হিসেবে বিসিসিআই যে রোহিত শর্মাকেই ভাবছিল সেটা একপ্রকার নিশ্চিত ছিল। তবে রোহিত শর্মা অধিনায়ক হলে সহ-অধিনায়কের দায়িত্ব কে পাবে এই নিয়েই চলছে নানা জল্পনা।

ইতিমধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে সহ-অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কে এল রাহুলের হাতে। স্বাভাবিকভাবে ওয়ানডেতেও সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে রাহুলই এগিয়ে রয়েছে। কিন্তু বিশেষ সূত্রে জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী দিনে তরুণ ক্রিকেটারদের ওপর বাড়তি নজর দিতে চাইছে।

আর সেই কারণেই বোর্ডের একাংশের পছন্দ ঋষভ পন্থ। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে অনেকেই চাইছেন ঋষভ পন্থকে। ঋষভ একজন ভালো ব্যাটসম্যান এর পাশাপাশি অধিনায়ক হিসেবে যথেষ্ট সাবলীল। আইপিএলে ঋষভের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস দল যথেষ্ট ভালো খেলেছে। আর এই সমস্ত দিক বিচার করে ওয়ানডে ফরম্যাটে সহ অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন ঋষভ পন্থও।