Papiya Paul

ইউক্রেনে শুরু হয়েছে যুদ্ধ, একসময় এই দেশেই শুটিং হয়েছিল বলিউডের এই ৫ জনপ্রিয় সিনেমার

যেকোনো ছবির দৃশ্যকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য দেশের বাইরে শুটিং করা হয়। বলিউডের এমন বহু বিগ বাজেটের ছবি রয়েছে যেগুলোর শুটিংয়ের জন্য আউটডোর এর ওপর ভরসা করেছেন পরিচালকরা। আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে বেশ জনপ্রিয় দেশ হল ইউক্রেন। এই দেশের নানা জায়গায় বিভিন্ন ছবির শুটিং হয়েছে।

   

চলুন তাহলে দেখে নেওয়া যাক, কোন কোন ছবির শুটিং হয়েছে ইউক্রেনে-

আরআরআর (RRR)- দক্ষিণের এই বিগ বাজেটের ছবি আরআরআর-এর শুটিং হয়েছে ইউক্রেনে। পরিচালক রাজামৌলি এই ছবির শুটিংয়ের ক্ষেত্রে ইউক্রেনকে বেছে নিয়েছেন। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবি।

৯৯ সংস (99 Songs)- এই ছবির বেশ কিছু অংশ ইউক্রেনে শুটিং করা হয়েছে। এখানে বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমানের লেখা ৯৯ সংস নিয়ে এই ছবির কাহিনী তৈরি হয়েছে।

২.০ (2.0)- সুপারস্টার রজনীকান্ত ও অ্যামি জ্যাকসন ইউক্রেনের টানেল অফ লাভে ২.০ ছবির একটি গানের শুটিং হয়েছিল। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার। সেই সময় ৫৭০ কোটি টাকা খরচ হয়েছিল এই ছবি তৈরী করতে।

দেব (Dev)- ২০১৯ সালে মুক্তি পায় তামিল রোম্যান্টিক অ্যাকশ অ্যাডভেঞ্চার ছবি দেব (Dev)। এই ছবি বেশ কিছু জায়গাতে শুটিং হয়েছিল। যার মধ্যে ইউক্রেনেও শুটিং হয়েছে অনেক দৃশ্যর।

উইনার (Winer)- ২০১৭ সালে মুক্তি পাওয়া তেলেগু অ্যাকশন ছবি বল উইনার-এর তিনটি গান শ্যুট করা হয়েছে ইউক্রেনে। এই ছবি নাকি প্রথম ভারতীয় ছবি, যা ইউক্রেনে শুটিং হয়েছিল।