Arijit

দলে ৩ টি বিরাট পরিবর্তন, দেখুন চতুর্থ টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এই মুহূর্তে ইংল্যান্ডে চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যে এই টেস্ট সিরিজের তিনটি ম্যাচ সমাপ্ত হয়েছে। তিন ম্যাচের শেষে ফলাফল ভারত 1-1 ইংল্যান্ড এবং বৃষ্টির কারণে একটি ম্যাচ ড্র হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে ভারত ভালো পজিশনে থাকলেও বৃষ্টির কারণে সেই ম্যাচ ড্র হয়। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় ভারত, তবে লিডসে তৃতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছে ইংল্যান্ড।

   

ভারত ও ইংল্যান্ড এর মধ্যে তিনটি ম্যাচ হয়ে গেলেও এখনও পর্যন্ত নিজের ফর্ম এর ধারে কাছেও নেই ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে। তিন ম্যাচেই ব্যাট হাতে ফ্লপ হয়েছেন রাহানে। স্বাভাবিকভাবেই চতুর্থ টেস্ট ম্যাচে আজিঙ্কা রাহানের পরিবর্তে হনুমা বিহারির খেলার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এই টেস্ট সিরিজে সেভাবে প্রভাব ফেলতে পারছেন না। প্রথম টেস্টে ব্যাট হাতে রান করলেও আর রান পাচ্ছে না, অপরদিকে বল হাতে তিন ম্যাচেই ফ্লপ হয়েছেন জাদেজা। তার একটি কারণ ইংল্যান্ডের পিচ স্পিন সহায়ক নয়। আর সেই কারণেই চতুর্থ টেস্ট জাদেজার পরিবর্তে দলে আসতে পারেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। অপরদিকে তৃতীয় টেস্টের পর ফের চোট সমস্যা দেখা দিয়েছে ইশান্ত শর্মার। ইশান্তের পরিবর্তে চতুর্থ টেস্ট দলে আসার সম্ভাবনা তৈরি হয়েছে শার্দুল ঠাকুরের।

এক নজরে দেখে নেওয়া যাক চতুর্থ টেস্টে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:-
রোহিত শর্মা, কে এল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, হনুমা বিহারি, ঋষভ পন্থ, রবীচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ সামি, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।