দেখুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

আগামীকাল দিল্লিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ভারতীয় দলে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবারের এই টোয়েন্টি সিরিজে একাধিক নতুন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে।

এই টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সামির মত প্রথম শ্রেণীর বেশ কয়েকজন ক্রিকেটারকে। এই সিরিজে অধিনায়কত্ব করবেন কে এল রাহুল। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়ার মত তারকা অলরাউন্ডার।

এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কেমন হতে চলেছে ভারতীয় দলের সম্ভাব্য প্রথম একাদশ:-
কে এল রাহুল, ঋতুরাজ গায়কোয়াড, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজভেন্দ্র চাহাল, হর্ষল প্যাটেল, উমরান মালিক/ অর্শদীপ সিং।

Avatar

Koushik Dutta

X