নিউজশর্ট ডেস্কঃ আর্থিকভাবে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কে না চায়? আর সেই কারণেই মানুষ বিনিয়োগ(Investment) করে বিভিন্ন রকমের সংস্থায়। আর এই বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা। সেক্ষেত্রে প্রথম সারিতেই আসে পোস্ট অফিসের(Post Office( নাম। আর গ্রাহকদের কথা মাথায় রেখে পোস্ট অফিসও নিয়ে আসে দারুন দারুন সব স্কিম। সম্প্রতি ‘মান্থলি ইনকাম স্কিম অ্যাকাউন্ট’ (MIS)(Post Office Monthly Income Scheme) নামে এমনই এক স্কিম চালু করেছে পোস্ট অফিস।
কি এই যোজনা?
পোস্ট অফিসের এই স্কিমে একজনের অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা জমা করতে পারেন, যা সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা অবধি যেতে পারে। তবে যৌথ অ্যাকাউন্ট খুললে এই পরিমাণ বেড়ে হয় ৯ লক্ষ টাকা। যৌথ স্কিমে আপনি একসাথে তিনজনের অ্যাকাউন্ট খুলতে পারেন। বর্তমানে এখানে সুদের হার ৬.৬ শতাংশ, আর এই সুদের টাকাই আপনি প্রতি মাসে ফেরত পেয়ে যাবেন। শুধু তাই নয় প্রতি মাসে সুদ দেওয়ার পাশাপাশি আপনি ৫ বছর আপনার মোট টাকাকে তুলে নিতে পারেন।
একটা উদাহরন দিলে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবেন, আপনি যদি MIS অ্যাকাউন্টে এক কালীন ৫০,০০০ টাকা জমা দেন তাহলে প্রতি মাসের হিসেবে আপনি সুদ পান ২৭৫ টাকা, অর্থাৎ বছরে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় ৩৩০০ টাকা। এবার সব মিলিয়ে আপনি ৫০,০০০ টাকার বিনিময়ে ৫ বছরে মোট সুদ পাবেন ১৬,৫০০ টাকা। এছাড়া আপনি এই টাকার পরিমাণ বাড়িয়ে ১ লক্ষ করে দেন তাহলে আপনি প্রতি মাসে পাবেন ৫৫০ টাকা, অর্থাৎ বছরে ৬৬০০ টাকা। তাই ৫ বছর পর মোট ৩৩,০০০ টাকা পেয়ে যাবেন আপনি।
এই স্কিম সম্পর্কে জানার পর অনেকেই বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন, তবে অনেকের মাথায় এখন প্রশ্ন আসছে যে, স্কিম গ্রহনকারী মারা গেলে কি হবে? আপনাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পলিসি গ্রহনকারী মারা গেলে অ্যাকাউন্টটি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে। এছাড়া পলিসি গ্রহনকারী যাকে নমিনি করে গিয়েছেন তাকে সমস্ত অর্থ একই সাথে দিয়ে দেওয়া হবে। এছাড়া আপনাদের এটিও জানিয়ে রাখি যে, পোষ্ট অফিস টাকা রাখলে আপনাদের TDS কাটা হয়না।