নিউজশর্ট ডেস্কঃ আর কিছুদিন বাকি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আসতে। এই সময় চার দিনের লম্বা ছুটিতে কেউ ব্যস্ত হয়ে পড়েন প্যান্ডেল হপিং থেকে বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিতে। আবার কেউ ছুটি কাটাতে পাড়ি দেন পাহাড় কিংবা সমুদ্রে। আপনিও কি এবছর পুজোর ছুটিতে পুরী যাওয়ার প্ল্যান করেছেন? কিন্তু লাস্ট মিনিটে সব ঠিক হওয়ায় ট্রেনের টিকিট পাওয়া নিয়ে চিন্তায় আছেন? তাহলে আপনার জন্য দারুণ সুখবর দিল ভারতীয় রেল, কি সুখবর? সেটা জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পুজোর সময় এমনিতেই ট্রেনের টিকিট পাওয়া দুস্কর হয়ে দাঁড়ায়। একদিকে যেমন বাইরের রাজ্য থেকে সকলে বাড়ি ফেরে। তেমনি অনেকেই ঘুরতে যাওয়ার জন্য আগে থেকেই টিকিট বুকিং সেরে রাখেন। তবে চিন্তা নেই এবার সমস্যার সমাধানে বড় ঘোষণা করল রেল কর্তৃপক্ষ। ছুটির সিজেনে একঝাঁক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে টিকিট কনফার্ম হওয়ার ঝামেলা একপ্রকার চুকে গেল বলা যেতে পারে। কবে কখন আর কথা থেকে ছাড়বে এই ট্রেন? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
পুজো স্পেশাল পুরীর ট্রেনের সময় সূচি
যেমনটা জানা যাচ্ছে ৩ রা অক্টোবর থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত একাধিক ট্রেন চলবে কলকাতা স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে। প্রতি বৃহস্পতিবার কলকাতা থেকে ০৩১০১ কলকাতা-পুরী স্পেশাল রাত্রি ১১টা বেজে ৩০ মিনিটে ছাড়বে। যেটা পরের দিন সকাল ৯টা বেজে ৩৫ মিনিটে পুরী পৌঁছাবে। অন্যদিকে শুক্রবার দুপুর ৩টে নাগাদ পুরী থেকে ছাড়বে ০৩১০২ পুরী-কলকাতা স্পেশাল এক্সপ্রেস যেটা পরের দিন রাত ২টো নাগাদ কলকাতা স্টেশনে এসে পৌঁছাবে।
এই স্পেশাল ট্রেনটি চালু হওয়ার ফলে মোট প্রায় ১৩০০০ সিট বাড়বে। ট্রেনে এসি, স্লিপার ও চেয়ার কার থাকবে। এই ট্রেনটি যাতায়াতের পথে কলকাতা ও পুরীর মাঝে আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর ও খুরদা রোড স্টেশনে স্টপেজ দেবে। তাই আপনার যদি টিকিট বুকিং এখনও না হয়ে থাকে এখুনি বুক করে নিতে পারেন।