Indian Railway Announces Puja Special Trains See Complete list with time table

যাত্রীদের জন্য সুখবর! পুজোর জন্য ১৮ টি স্পেশাল ট্রেন চালু করল পূর্ব রেল, রইল রুট সহ টাইমটেবিল

নিউজশর্ট ডেস্কঃ দেখতে দেখতে চলেই এল বাঙালির শ্রেষ্ঠ পুজোর দুর্গাপুজো। এই সময় লম্বা ছুটিতে কেউ প্যান্ডেল হপিংয়ে ব্যস্ত থাকেন তো কেউ ছুটি কাটানোর উদেশ্যে পাড়ি দেন। আর ভ্রমণের জন্য ভারতীয় রেলের (Indian Railway) এক্সপ্রেস ট্রেনের উপরেই সবচেয়ে বেশি ভরসা করে যাত্রীরা। কিন্তু মুশকিল হল পুজোর সময় ট্রেনের টিকিট পাওয়ায় দায় হয়ে যায়। তবে এবার আর চিন্তা নেই, মুশকিল আসানে হাজির হল রেল কর্তৃপক্ষ।

প্রতিবছরেই পুজোর সময় যেমন অনেকে বাইরের রাজ্য থেকে বাড়ি ফেরেন তেমনি অনেকেই ঘুরতে যান। তাই অনেক আগে থেকেই ট্রেনের টিকিট একপ্রকার হাউসফুল হয়ে যায়। তবে এবছর পুজোর সময় যাতে যাত্রীদের টিকিট পাওয়ার সমস্যা না পোহাতে হয় তার জন্য বড় ঘোষণা করল রেল। জানা যাচ্ছে ১ লা অক্টোবর থেকে ১ লা ডিসেম্বর পর্যন্ত ৯টি রুটে স্পেশাল ট্রেন চালু করছে পূর্ব রেল।

স্বাভাবিকভাবেই এমন একটা ঘোষণা হতেই খুশি আমজনতা। কারণ অনেকেই পুজোর সময় ট্রেনের টিকিটে লম্বা ওয়েটিং লিস্ট দেখে হয়তো মন খারাপ করছিলেন। তাদের দুশ্চিন্তা দূর হল, এবার দিব্যি টিকিট কনফার্ম করে নেওয়া যাবে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক এই প্রসঙ্গে জানান, পুজোর ট্রিপের জন্য এখনই টিকিট বুক করুন আর নিশ্চিন্তে যাত্রা করুন। চলুন এবার দেখে নেওয়া যাক কোন রুটে কি ট্রেন দেওয়া হল।

২০২৪ সালের পুজো স্পেশাল ট্রেনের তালিকা

  • ০৩৪১৭ মালদা টাউন – উদনা জংশন (৬.১০.২৪ থেকে ২৪.১১.২৪ পর্যন্ত প্রতি রবিবার)
  • ০৩৪১৮  উদনা জংশন – মালদহ টাউন (৮.১০.২০২৪ – ২৬.১১.২০২৪ পর্যন্ত প্রতি মঙ্গলবার)
  • ০৩০০৭ হাওড়া – খাতিপুরা (৬.১০.২০২৪ – ২৪.১১.২০২৪ পর্যন্ত প্রতি রবিবার)
  • ০৩০০৮ খাতিপুরা – হাওড়া (৮.১০.২০২৪ – ২৬.১১.২০২৪ পর্যন্ত প্রতি মঙ্গলবার)
  • ০৩৫০৯ আসানসোল – খাতিপুরা (১.১০.২০২৪ – ২৬.১১.২০২৪ পর্যন্ত প্রতি মঙ্গলবার)
  • ০৩৫১০ খাতিপুরা – আসানসোল (২.১০.২০২৪ – ২৭.১১.২০২৪ পর্যন্ত প্রতি বুধবার)
  • ০৩১৩১ শিয়ালদহ – গোরখপুর (৫.১০.২০২৪ – ৩০.১১.২০২৪ পর্যন্ত প্রতি শনি ও সোমবার)
  • ০৩১৩২ গোরখপুর – শিয়ালদহ (৬.১০.২০২৪ – ০১.১২.২০২৪ পর্যন্ত প্রতি রবি ও মঙ্গলবার)
  • ০৩০৪৩ হাওড়া – রক্সউল জংশন (৫.১০.২০২৪ – ৩০.১১.২০২৪ পর্যন্ত প্রতি শনিবার)
  • ০৩০৪৪  রক্সউল জংশন – হাওড়া (৬.১০.২০২৪ – ০১.১২.২০২৪ পর্যন্ত প্রতি রবিবার)
  • ০৩০৪৫  হাওড়া – রক্সাউল জংশন (৭.১০.২০২৪ – ২৫.১১.২০২৪ পর্যন্ত প্রতি সোমবার)
  • ০৩০৪৬ রক্সউল জংশন – হাওড়া (৮.১০.২০২৪ – ২৬.১১.২০২৪ পর্যন্ত প্রতি মঙ্গলবার)
  • ০৩১০৯ শিয়ালদহ –  ভাদোদরা জংশন (১.১০.২০২৪ – ২৬.১১.২০২৪ পর্যন্ত প্রতি মঙ্গলবার)
  • ০৩১১০ ভাদোদরা জংশন  – শিয়ালদহ (৩.১০.২০২৪ – ২৮.১১.২০২৪ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার)
  • ০৩৫৭৫ আসানসোল – আনন্দবিহার টার্মিনাল (৪.১০.২০২৪ – ২৯.১১.২০২৪ পর্যন্ত প্রতি শুক্রবার)
  • ০৩৫৭৬ আনন্দবিহার টার্মিনাল – আসানসোল (৫.১০.২০২৪ – ৩০.১১.২০২৪ পর্যন্ত প্রতি শনিবার)
  • ০৩৪৩৫  মালদহ টাউন – আনন্দবিহার টার্মিনাল (৭.১০.২০২৪ – ২৫.১১.২০২৪ পর্যন্ত প্রতি সোমবার)
  • ০৩৪৩৬  আনন্দবিহার টার্মিনাল – মালদহ টাউন (৮.১০.২০২৪ – ২৬.১১.২০২৪ পর্যন্ত প্রতি মঙ্গলবার)
Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X