থাকা-খাওয়ার খরচ নিয়ে চাপ নেই! বাংলা থেকে ছাড়ছে ট্রেন, একদম জলের দামে দক্ষিণ ভারত ঘোরার অফার দিচ্ছে IRCTC

নিউজশর্ট ডেস্কঃ সামনেই শীতকাল(Winter)। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অল্পবিস্তর শীতের প্রবেশ হয়ে গিয়েছে। আর এই শীতকালে বহু মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। তবে সেক্ষেত্রে মনের ইচ্ছে থাকলেই শুধু হয় না, এর জন্য প্রয়োজন হয় টাকার। অল্প বাজেটের জন্য বহু মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেও তা বাতিল হয়ে যায়। তবে আপনার জন্য এবার রইল এক সুবর্ণ সুযোগ।

আপনি যদি দক্ষিণ ভারত ঘুরতে আসার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনাদের জন্য একটি দুর্দান্ত প্যাকেজ নিয়ে এসেছে আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation)। ইতিমধ্যেই এই প্যাকেজের জন্য বহু মানুষ বুকিং শুরু করে দিয়েছে। তাহলে এই প্যাকেজ সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান অবশ্যই এই প্রতিবেদনটি শেষ অব্দি পড়ে ফেলুন। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশনের উদ্যোগে ভারতীয় রেলের একটি বড় উদ্যোগ হল ‘দেখো আপনা দেশ’।

এর জন্য দক্ষিণ ভারত ভ্রমণের জন্য ভারত গৌরব টুরিস্ট ট্রেন চালু করতে চলেছে। আগামী ১১ই ডিসেম্বর মালদা টাউন থেকে শুরু হবে এই ট্রেনের যাত্রা এবং ২২ শে ডিসেম্বর মালদাতে গিয়ে যাত্রা শেষ হবে। এই প্যাকেজের বৈধতা হলো ১১ রাত ১২ দিন। এই প্যাকেজের মাধ্যমে পর্যটকেরা  মল্লিকার্জুন জ্যোতির্লিং, তিরুপতি বালাজি মন্দির, মীনাক্ষী মন্দির, রামেশ্বরম, কন্যাকুমারী এবং ত্রিবান্দ্রম এই জায়গাগুলো দেখতে পাবেন।

এই প্যাকেজে আপনাকে শুধুমাত্র টাকা দিতে হবে। তারপরেই একদম নিশ্চিন্ত হয়ে যান। ভ্রমণের সময় কোন খাবার, কোন পানীয় এবং কোথায় থাকবেন সেইসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই প্যাকেজে আপনি রেনিগুন্টার তিরুপতি বালাজি মন্দির, কুদালনগরের মীনাক্ষী আমান মন্দির, রামেশ্বরমের বিখ্যাত রামানাথস্বামী মন্দির, কন্যাকুমারীর বিখ্যাত কন্যাকুমারী মন্দির, বিবেকানন্দ রক, ত্রিবান্দ্রমের শ্রী পদ্মনাস্বামী মন্দির, মার্কাপুরের মল্লিকার্জুন জ্যোতি মন্দির দেখতে পারবেন।

এই প্যাকেজের জন্য আপনাকে প্রত্যেক জনের ২২,৭৫০ টাকা থেকে শুরু হয়। এছাড়া স্ট্যান্ডার্ড ক্যাটাগরির অধীনে বুকিংয়ের জন্য, আপনাকে প্রতি জনের জন্য ৩৬,১০০ টাকা খরচ করতে হবে। অন্যদিকে, কমফর্ট বিভাগের অধীনে বুকিংয়ের জন্য, আপনাকে প্রত্যেক জনের জন্য ৩৯,৫০০ টাকা খরচ করতে হবে। আর এই ট্যুর প্যাকেজের জন্য IRCTC ওয়েবসাইট irctctourism.com-এ গিয়ে বুক করতে পারেন।

 

Papiya Paul

X