নিউজশর্ট ডেস্কঃ সাধারণ মানুষ থেকে মধ্যবিত্তের প্রতিদিনের যাতায়াতে সবথেকে গুরুত্বপূর্ণ রেল পরিষেবা (Train Service)। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কখনো দুর্ঘটনা তো কখনো যান্ত্রিক গোলযোগের কারণে বারে বারে বিগত হচ্ছে রেল পরিষেবা। এর ফলে একদিকে যেমন যাত্রীদের সময় অপচয় হচ্ছে তেমনি ব্যাপক ক্ষতির মুখে পড়ছে ভারতীয় রেল। তাই এই ধরনের সমস্ত ঘটনা যাতে আর না ঘটে সেই উদ্দেশ্যে বড় পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ (Indian Railway)।
যাত্রী সুরক্ষার্থে বড় পদক্ষেপ রেলের
সময়ের সাথে তাল মিলিয়ে রেল পরিষেবা কে আরো নিরাপদ ও আরামদায়ক করার জন্য বহু পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। তবে বিগত কয়েকটা মাসে রেলের প্রতি মানুষের বিশ্বাস কিছুটা নড়ে গিয়েছে। একাধিক ট্রেন দুর্ঘটনার পর ট্রেনে চাপতে পর্যন্ত ভয় ধরে গিয়েছে সাধারণ মানুষের। দূরপাল্লা তো বটেই লোকাল ট্রেনেও বহু দুর্ঘটনা সামনে আসছে।
চালু হল স্পেশাল সিস্টেম
তাই এবার ট্রেনে যাতায়াত করা লক্ষাধিক মানুষের সুরক্ষার কথা ভেবে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে পূর্ব রেল তথা হাওড়া ডিভিশনে। জানা যাচ্ছে হাওড়া লাইনে স্পেশাল আইসিএফ থ্রি ফেজ EMU রেক আসতে চলেছে। এবার প্রশ্ন হল কি স্পেশাল থাকবে Emergency Talk Back System লাগানো এই নতুন রেক গুলিতে?
কি সুবিধা পাওয়া যাবে?
জানা যাচ্ছে মেট্রো রেলের মতো এই নতুন ট্রেন গুলিতে কোন সমস্যা হলে ট্রেন চালকের সাথে সরাসরি কথা বলার জন্য থাকবে এমার্জেন্সি টকব্যাক ইউনিট। যার ফলে ট্রেন চলাকালীন কোন একটি কোচে যদি কোন ধরনের সমস্যা বা যান্ত্রিক গোলযোগ ঘটে তাহলে সেটা তৎক্ষণাৎ লোকো পাইলটকে জানিয়ে দেওয়া যাবে। এর ফলে ভবিষ্যতে দুর্ঘটনার সম্ভাবনা একেবারে কমে যাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ প্রতিমাসে ঢুকছে টাকা, লক্ষীর ভান্ডার সহ এই ৩ সরকারি স্কিমে মোটা আয় হচ্ছে মহিলাদের
ইতিমধ্যেই পূর্ব রেলের ব্যান্ডেল নৈহাটি লোকাল লাইনে এই পরিষেবা চালু করা হয়েছে। ৪ঠা সেপ্টেম্বর থেকেই ট্রেন নাম্বার ৩৭৫৪২ ব্যান্ডেল নৈহাটি লোকালে এই নতুন রেক লাগানো হয়েছে। নতুন এই সিস্টেমের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন মহিলা যাত্রীরা। কোন রকমের সমস্যা বা অস্বস্তিকর মুহূর্তের সম্মুখীন হলেই তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া যাবে লোকো পাইলটকে। এরপর প্রয়োজনে রেল পুলিশের সাহায্য নেওয়া যাবে।