নিউজ শর্ট ডেস্ক: দুর্গা পুজোর লম্বা ছুটিতেও যারা ঘুরতে যেতে পারেননি বছর শেষের আগেই তাদের ঘুরতে যাওয়ার জন্য এক সুবর্ণ সুযোগ দিচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। এমনিতে ‘টোটো কোম্পানি’ বাঙালির ঘুরতে যাওয়ার কোন মরশুম লাগে না। শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময়েই অল্প দিনের ছুটিতেও টুক করে ঘুরে আসতে পারেন কাছে পিঠের যে কোন জায়গা থেকে।
কিছু না হলেও হাতের নাগালে তো রয়েই সেই বাঙালির অতিপ্রিয় ‘দীপুদা’ অর্থাৎ দীঘা,পুরী আর দার্জিলিং (Puri & Darjeeling)। কিন্তু এই মুহূর্তে কোথাও কোন ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। অগ্রিম বুকিং-এর ফলে এখন আর কোন আসনই ফাঁকা নেই. তবে হতাশ হওয়ারও কিছু নেই। কারণ এই সময় পর্যটকদের চাহিদার কথা চিন্তা করেই একগুচ্ছ স্পেশাল ট্রেন (Special Train) চালু করছে ভারতীয় রেল।
তাই ওয়েটিং লিস্টের নাম্বার তালিকা দেখে যারা হাল ছেড়ে দিয়েছেন তারা আবার নতুন করে প্যাকিং শুরু করে দিন। পর্যটকদের কথা ভেবেই এবার দার্জিলিং আর পুরী যাওয়ার পথ অনেক সোজা করে দিল পূর্ব রেল। যাত্রীদের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখেই শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি এবং পুরি যাওয়া আসার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল।
আগামী ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ০৩১০১ শিয়ালদা পুরী স্পেশাল একটি ট্রেন চলবে। এই ট্রেনটি প্রতি শনিবার সন্ধ্যা ৭:২০ মিনিটে শিয়ালদা থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেবে। পর দিন ভোর ৪:১৫ মিনিটে ওই ট্রেনটি পুরি স্টেশনে পৌঁছাবে। অন্যদিকে ফেরার ট্রেনটি ৩ ডিসেম্বর থেকে প্রত্যেক রবিবার দুপুর ৩:১৫ মিনিটে পুরি থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে এবং শিয়ালদা স্টেশনে এসে পৌঁছাবে রাত ২টোর সময়।
আরও পড়ুন: রোজ ‘ট্রেন লেট’-এর সমস্যায় জেরবার! এবার হাওড়া ও শিয়ালদহতে এই নতুন পরিষেবা চালু করছে রেল
একই ভাবে ০৩১০৩ শিয়ালদা-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটিও পুরো ডিসেম্বর মাস চালানো হবে। এই স্পেশাল ট্রেনটি শনিবার রাত ১১:৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছায় পরদিন সকাল ১০ঃ৪৫ মিনিটে।যা কিছুটা স্বস্তি দিচ্ছে পাহাড় প্রেমীদের।