Indian Railways launches new Automated Passenger Information System in Railway Platforms

মোবাইল ছাড়াই জানা যাবে কতদূরে ট্রেন, যাত্রী সুবিধার্থে অত্যাধুনিক প্রযুক্তি আনল ভারতীয় রেল

নিউজশর্ট ডেস্কঃ আমাদের দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত যাতায়াতের মাধ্যম হল ট্রেন। বেশি দূরত্ব যাওয়ার জন্য এক্সপ্রেস ট্রেনে যাত্রা খুবই সাশ্রয়ী। তবে একটা সমস্যা রয়েই গিয়েছে সেটা হল ট্রেন মাঝে মধ্যেই দেরি হয়, যার ফলে অসুবিধায় পড়তে হয় সকল যাত্রীদেরই। এমতাবস্তায় যদি আগে থেকেই জানা যেত যে ট্রেন কোথায় কখন আছে, কত সময় লাগবে গন্তব্যে পৌঁছাতে তাহলে অনেকটাই উপকার হয়। তাছাড়া ট্রেনে খালি সিট থাকলে তখনই সেটা বুকিং করেও সফর করা যাবে।

আজকাল প্রযুক্তির উন্নতির দৌলতে স্মার্টফোন থাকলে খুব সহজেই ট্রেনের স্থিতি বা রানিং স্টেটাস জেনে নেওয়া যায়। তবে এখনও অনেক এমন মানুষ আছেন যাদের কাছে স্মার্টফোন নেই, এমনকি মোবাইল ফোন ব্যবহার করতেও জানেন না। তারা কিভাবে ট্রেনের রানিং স্ট্যাটাস জানতে পারবেন? আজকের প্রতিবেদনে এই সমস্যারই সমাধান সম্পর্কে জানাবো আপনাদের।

মোবাইল ছাড়াই দেখা যাবে ট্রেনের রানিং স্ট্যাটাস (Train Running Status Check)

যাত্রীদের সুবিধার্থে প্রতিনিয়ত কাজ করে চলেছে ভারতীয় রেল। আর এবার মোবাইল ছাড়াই ট্রেনের রানিং স্ট্যাটাস দেখা যাবে। ইতিমধ্যেই পূর্ব মধ্যে রেলে এই সুবিধা চালু করে দেওয়া হয়েছে। পূর্ব-মধ্য রেলের জন সংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্র জানান, ট্রেন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য অটোমেটেড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (APIS) লাগানোর কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। প্রথম মেশিনটি বসানো হয়েছে বিহারের হাজীপুর স্টেশনে। যেটা যাত্রীদের বিভিন্ন ট্রেন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করবে।

৫০০ স্টেশনে বসনে নতুন মেশিন

তিনি আরও জানান, বর্তমানে ছোট বড় মিলিয়ে মোট ৫০০ স্টেশনে এই মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে। এই মেশিনে সিমকার্ডের মাধ্যমে ইন্টারনেট দেওয়া থাকবে। আর CRIS এর সাথে সংযোগ করা হবে। যার ফলে চার ঘন্টা আগে থেকেই ট্রেনের সম্পর্কে তথ্য দেখানো হবে স্ক্রিনে।

কি কি তথ্য দেখা যাবে? 

এই মেশিনের স্ক্রিনে ট্রেনের স্টেশনে আসার সময় ও যাওয়ার সময় থেকে শুরু করে কোন প্লাটফর্মে ট্রেন আসবে সেটাও দেখানো হবে। এক্ষেত্রে যদি কোনো কারণে প্লাটফর্ম পাল্টে দেওয়া হয় তাহলে স্ক্রিনেও সেটা বদলে যাবে। তাছাড়া ইঞ্জিনের পর কোন কোচ কিভাবে সাজানো থাকবে সেটাও দেখানো হবে। এর ফলে যাত্রীদের ওঠা নামার ক্ষেত্রে সময়ের অপচয় অনেকটাই কমবে। স্বাভাবিকভাবেই এমন মেশিন বসার খবরে খুশি যাত্রীরা। তবে সমস্ত স্টেশনে এই APIS মেশিন লাগানো হলে ট্রেন যাত্রা আরও সহজতর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X