নিউজ সরি ডেস্ক: যাত্রীদের সুবিধার জন্য প্রতিনিয়ত নিত্যনতুন পরিষেবা নিয়ে আসছে ভারতীয় রেল (Indian Railways)। যার ফলে এখন ট্রেন-ই (Train) হয়ে উঠেছে ভারতীয়দের পছন্দের গণ পরিবহন ব্যবস্থা। তাই কাছের হোক কিংবা দূরের এই ট্রেনে চেপেই সফর করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সকলে। তবে ট্রেনে সফর করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। যা মেনে চলা অত্যন্ত জরুরী।
বিশেষ করে যে কোন সময় ট্রেনে চড়তে গেলে প্রয়োজন হয় বৈধ টিকিটের। ট্রেনের টিকিট (Ticket) ছাড়া ট্রেনে সফর করা আইনত অপরাধ বলে গণ্য করা হয়। কিন্তু বেশিরভাগ সময় জেনারেল কিংবা প্ল্যাটফর্ম টিকিট কাটতে গিয়ে লম্বা লাইনের ঝক্কি পোহানো বড়ই বিরক্তিকর হয়ে ওঠে।
তাই রেল যাত্রীদের জন্য এবার এক দারুন উপহার দিল ভারতীয় রেল। যার ফলে এবার থেকে আর তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে টিকিটের জন্য লম্বা লাইন দিতে হবে না। তাই এবার থেকে নিজের বাড়িতে বসেই UTS-অ্যাপের (UTS App) মাধ্যমে কাটা যাবে জেনারেল কিংবা প্লাটফর্ম টিকিট।
শুধু তাই নয়, যাত্রীদের সুবিধার জন্য UTS-এ যাত্রার টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট উভয়ের জন্য বাইরের সীমা জিও-ফেন্সিং দূরত্বের সীমাবদ্ধতা বাতিল করেছে রেল। এই নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে রেল যাত্রীরা ঘরে বসেই ভারতীয় রেলের যে কোনও স্টেশনে যাওয়ার জন্য অসংরক্ষিত টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারবেন।
আরও পড়ুন: এক ট্রেনেই হবে রামলালা আর বৈষ্ণোদেবীর দর্শন! তীর্থযাত্রীদের জন্য বড় উপহার ভারতীয় রেলের
যদিও, জিও-ফেন্সিংয়ের অভ্যন্তরীণ সীমাএকই থাকবে। অর্থাৎ, কেউ যদি রেল স্টেশনের কাছাকাছি থাকেন, তবে শুধুমাত্র স্টেশন চত্বরের বাইরে থেকে টিকিট বুকিং করতে পারবেন। আগে UTS-এর মাধ্যমে টিকিট বুক করার জন্য বাইরের জিও-ফেসিং দূরত্বের সীমাবদ্ধতা ছিল ২০ কিলোমিটার। অর্থাৎ যে কোনও স্টেশন থেকে শুধুমাত্র ২০ কিমি দূরত্বের মধ্যে অসংরক্ষিত টিকিট বা প্ল্যাটফর্ম টিকিট বুক করা যেত।
কিন্তু এখন এই নিয়ম আর থাকছে না। তাই এবার থেকে ঘরে বসেই যে কোনও স্টেশনের জন্য মোবাইল অ্যাপ থেকে সাধারণ টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুক করা যেতে পারে।