নিউজশর্ট ডেস্কঃ পরিবহনের ক্ষেত্রে ভারতীয় নাগরিকেরা সবথেকে নির্ভরশীল ভারতীয় রেলের(Indian Railways) উপরে। ঘুরতে যাওয়া হোক কিংবা নিত্য দিনের কাজ যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের প্রথম পছন্দ হলো রেল পরিষেবা। কম খরচে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে রেল পরিষেবা সবথেকে উপযুক্ত। আর তাই ভারতীয় রেলকে গণপরিবহনের লাইফ লাইন বলা হয়। এই রেলের উপরেই প্রত্যেকদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে।
তবে ভারতীয় রেলে চড়তে হলে টিকিট অবশ্যই কাটতে হবে। তবে টিকিট বুকিং করার ক্ষেত্রে যেমন নিয়ম রয়েছে ঠিক তেমনি টিকিট বাতিল করে টাকা রিটার্ন করার ক্ষেত্রেও বিশেষ নিয়ম রয়েছে। ট্রেনের টিকিট বাতিল(Ticket Cancel) করে টাকা পাওয়ার ক্ষেত্রে রেলের তরফ থেকে এর আগে বহুবার নিয়মে বদল আনা হয়েছে। সময়ের পরিপ্রেক্ষিতে কত টাকা চার্জ কাটা হবে? সেই পরিমাণের পার্থক্য থাকে।
অনেক সময় ঘুরতে যাওয়ার পরিকল্পনা হলেই ট্রেনে সিট পাওয়ার জন্য আগে থেকেই টিকিট বুকিং করা হয়। কিন্তু দেখা যায় কোনো না কোনো কারণবশত সেই সফর বাতিল হয়েছে। সেই সময় যাত্রীরা নিজেদের আগাম বুকিং করা টিকিট বাতিল করার চেষ্টা করেন আসলে টিকিটের টাকা ফেরত পাবার জন্য এই কাজ করা হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই টিকিট বাতিল করলে কত টাকা ফেরত পাওয়া যাবে?
আরও পড়ুন: এবার আর হবে না ট্রেন মিস! ভারতীয় রেলের নতুন নিয়ম জানলে মন ভরে যাবে খুশিতে
অনলাইন হোক কিংবা অফলাইন যেকোন ক্ষেত্রেই ট্রেনের টিকিট বুকিং করার পর ট্রেন সফরের ৪৮ ঘন্টা আগে সেটি ক্যানসেল করলে টিকিটের ফ্ল্যাট রেট হিসেবে টিকিটের দাম যাত্রীকে ফেরত দেওয়া হয়। তবে এক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার সময় আইআরসিটিসির তরফ থেকে কিছু টাকা চার্জ কেটে নেওয়া হয়। এসি ফার্স্ট ক্লাস ও কিংবা এক্সিকিউটিভ ক্লাসের জন্য ২৪০ টাকা এবং এসি টু টায়ারের জন্য ২০০ টাকা চার্জ কাটা হয়।
আর এসি থ্রি টায়ার, এসি চেয়ার কার এবং এসি ইকোনমিক ক্লাসের জন্য ১৮০ টাকা চার্জ কাটা হয়। আবার স্লিপার ক্লাসের জন্য ১২০ টাকা চার্জ কাটা হয় এবং দ্বিতীয় শ্রেণীর টিকিটের জন্য ৬০ টাকা চার্জ কাটা হয়। তবে কোন যাত্রী যদি চার্ট তৈরি হয়ে যাওয়ার পরে বা সফরের ১২ ঘন্টা আগে টিকিট ক্যানসেল করেন তাহলে তাকে তার টিকিটের দামের ৫০ শতাংশ ফেরত দেওয়া হয়।