Indian Railways

Papiya Paul

১১ রকমের ট্রেনের হর্ন বাজে, প্রত্যেক হর্নের আলাদা অর্থ রয়েছে, আপনি কি হর্নের অর্থগুলো জানেন?

যানবাহনের ক্ষেত্রে ট্রেনের(Train) গুরুত্ব অনেক বেশি। খুব কম সময়ের মধ্যে দীর্ঘ যাতায়াতের ক্ষেত্রে ট্রেন একটি গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম। এক রাজ্যে থেকে অন্য রাজ্যে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে খরচ ও অনেকটাই কম থাকে। এই ট্রেনে পরিবহনের ক্ষেত্রে অনেক সময় হর্নের(Horn) আওয়াজ শোনা যায়। বেশিরভাগ মানুষই জানেন না প্রত্যেকটি হর্নের আওয়াজের আলাদা আলাদা মানে রয়েছে। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এই হর্নের ব্যাপারে বিস্তারিত জানাব।

১. ওয়ান শর্ট হর্ন–
   

ওয়ান শর্ট হর্ন বড় বড় স্টেশনে বাজানো হয়। হাওড়া, শিয়ালদা, বর্ধমান স্টেশনে এর আওয়াজ শোনা যায়। এটি খুব কম সময়ের জন্য বাজানো হয় আর যাতে বোঝানো হয় যে ট্রেনটি এক্ষুনি ছাড়বে।

২. টু শর্ট হর্ন –
এই হর্নটি দুবার করে বাজানো হয়। এর মাধ্যমে বোঝানো হয় মোটর ম্যান গার্ডের কাছে সিগন্যালের জন্য বাজাচ্ছে। অর্থাৎ এর মানে খুব শীঘ্রই ট্রেনটি ছাড়া হবে।

৩. তিনটি শর্ট হর্ন –

যখন তিনবার হর্ন দেওয়া হয়, তখন বোঝা যাবে এটি বিপদের সংকেত। তবে এটি খুব কমই শোনা যায়। এই হর্ন শুনলে গার্ড বুঝতে পারেন যে ট্রেন থামানো যাচ্ছে না। তখন গার্ডকে ভ্যাকিউম ব্রেকের জন্য হর্ন বাজানোর প্রয়োজন হয়।

৪. ফোর শর্ট হর্ন –
এই হর্ন ট্রেনের কোন যান্ত্রিক ত্রুটি হলে তবেই বাজানো হয়। অর্থাৎ কোন বিপদ হওয়ার আগে সতর্কবার্তা হিসাবে বাজানো হয় এটি।

৫. ওয়ান লং , ওয়ান শর্ট হর্ন –

একবার লম্বা হর্ন বাজানো হয় তারপরেই ছোট একটা হর্ন বাজানো হয়। ট্রেন চালু করার আগে এই হর্ন বাজালে গার্ড ব্রেক পাইপ সিস্টেম চালু করে।

৬. টু লং, টু শর্ট হর্ন –
প্রথমে দুবার বড় হর্ন বাজানো হয় আর তারপর দুইবার ছোট হর্ন বাজানো হয়। ট্রেনের গার্ড চালককে ইঞ্জিন নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়ার সময় এইটি বাজায়।

৭. টানা হর্ন –
দ্রুতগামী ট্রেনের ক্ষেত্রে এই একটানা হর্ন বাজানো হয়ে থাকে। গ্যালোপিং লোকাল ট্রেনের ক্ষেত্রেই হর্ন বাজানো হয়।

৮. থেমে থেমে দুবার হর্ন –
কোন রেল ক্রসিংয়ের ওপর দিয়ে যাবার সময় থেমে থেমে দু বার হর্ন বাজানো হয়ে থাকে।

৯. দুটি লং, একটি শর্ট –
ট্রেনের ট্র্যাক পরিবর্তন করার সময় মোটর ম্যান সাধারণত এই হর্ন বাজিয়ে থাকে।

১০. দুটি শর্ট হর্ন, একটি লং হর্ন –
কোন ব্যক্তি যদি চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করে, তখন গার্ড ভ্যাকিউম ব্রেক ব্যবহার করেন ওই ধরনের হর্ন আওয়াজ দিয়ে।

১১. ছয়টি শর্ট হর্ন –
বোরো কোনো বিপদের মুখে ৬ টি শর্ট হর্ন বাজানো হয়ে থাকে।