এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আইপিএল। বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় ক্রিকেটাররা এই আইপিএলে খেলতে আসে। বিশ্বের বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটার এই আইপিএলে খেলতে আসায় এই আইপিএলের মঞ্চে নিজেদের প্রমাণ করার একটা বড় জায়গা ভারতের তরুণ ক্রিকেটারদের কাছে।
এই আইপিএলে ভালো পারফরম্যান্স করে অনেক তরুণ ক্রিকেটার সরাসরি ভারতীয় দলে জায়গা করে নেন। এবার আইপিএলেও তেমনি বেশ কিছু পারফরম্যান্স দেখা গিয়েছে। এবার আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের পারফরমেন্সের উপর বিচার করে বিশ্বকাপের জন্য একটি সম্ভাব্য ভারতীয় দল বেছে নেওয়া হল। তবে এই দলে জায়গা পেলেন না রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরার মত ক্রিকেটাররা।
এক নজরে দেখে নেওয়া যাক সেই দল:-
কে এল রাহুল, শিখর ধাওয়ান, অভিষেক শর্মা, তিলক ভার্মা, শ্রেয়স আইয়ার, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সামি, উমরান মালিক, হর্ষল প্যাটেল, টি নটরাজন, কুলদীপ যাদব।