Arijit

টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকা অস্ট্রেলিয়াকে হারিয়ে অধিনায়ক সৌরভের স্মৃতি ফেরালো মিতালির

আজ ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে 264 রানের বিশাল স্কোর খাড়া করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হাতে রেখেই দুর্দান্ত জয় তুলে নেয় ভারত। ভারতের জয়ের নায়ক বঙ্গ তনয়া ঝুলন গোস্বামী।

   

টানা 26 ম্যাচ অপরাজিত থাকার পর ভারতের কাছে হারল অস্ট্রেলিয়া। আর এই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সৌরভ গাঙ্গুলীর স্মৃতি ফিরিয়ে নিয়ে এলেন মিতালি রাজ। তৎকালীন স্টিভ ওয়ার বিধ্বংসী অস্ট্রেলিয়া দলকে থামিয়ে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলীর ভারত। এবারও অস্ট্রেলিয়া অশ্বমেদের ঘোড়া থামিয়ে দিল ভারত।

এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন বাংলার ঝুলন গোস্বামী। 10 ওভার বল করে মাত্র 37 রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ তুলে নিয়েছেন তিনি। এছাড়া ব্যাট হাতেও দলকে সাহায্য করেন, শেষ ওভারে চার মেরে ভারতকে জিতিয়ে দেয় ঝুলন গোস্বামী। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।