Arijit

অলিম্পিকের সেমিফাইনালে ওঠার পুরস্কার, হকির বিশ্বর‍্যাঙ্কিংয়ে লাফ দিল ভারতীয় মহিলা হকি দল

টোকিও অলিম্পিকে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারতীয় মহিলা হকি দল। মেডেল জিততে না পারলেও ভারতীয় মহিলা হকি দলের পারফরম্যান্স মন জিতে নিয়েছে আপামর ভারতবাসীর। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় মহিলা হকি দলের। এবার অলিম্পিকে দুর্দান্ত পারফরম্যান্স করার সুফল পেল রানী রামপালরা। হকির বিশ্ব র্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি ঘটলো ভারতীয় মহিলা হকি দলের। এক লাফে অনেকটা উপরে উঠলেন রানিরা।

   

সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকের শুরুটা মোটেও ভালো হয়নি ভারতীয় মহিলা হকি দলের। তবে তারপর একের পর এক মন ভালো করা পারফরম্যান্স করে সারা বিশ্বের কাছে পরিচিতি ঘটায় রানী রামপালরা। গ্রুপ লীগের প্রথম তিনটি ম্যাচেই হারের সম্মুখীন হতে হয় ভারতকে। তবে দারুন কামব্যাক করে ভারত, শেষ দুটি ম্যাচে জিতে নক আউটে জায়গা করে নেয় ভারত।

কোয়ার্টার ফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠলেও আর্জেন্টিনার কাছে হারতে হয় রানীদের। ব্রোঞ্জ জয়ের ম্যাচের গ্রেট ব্রিটেনের কাছে হেরে অলিম্পিক সফর শেষ হয় ভারতের। তবে ভারতের পারফরম্যান্স প্রভাব ফেলে বিশ্ব র্যাংকিংয়ে। এই মুহূর্তে বিশ্ব র্যাংকিংয়ে ভারতের স্থান আট নম্বরে যা অলিম্পিকের আগে ছিল দশ নম্বরে।