Travel

Moumita

ঘুরতে যেতে চান! এক লাখের মধ্যেই ঘোরা যাবে কেউ দেশগুলি, আজই প্ল্যানিং করে ফেলুন

পকেটে একটু টাকা আর হাতে একটু সময় সে এ গেলেই ভ্রমণপিপাসুদের আর পায় কে! দেশের (India) আনাচকানাচে তো বটেই পাশাপাশি বিদেশ (Foreign) থেকে ঘুরে আসা গেলে মন্দ কী! আর তাও যদি খুবই কম খরচে (Travel With Low Cost) হয়ে যায়! আজকের প্রতিবেদনে এমনকিছু জায়গার সন্ধান দেব যেখানে যেতে গেলে গ্যাঁটের কড়ির উপর খুব বেশি চাপ পড়বেনা। দেরি না করে চটপট পড়ে নিন প্রতিবেদনটি।

   

ভিয়েতনাম : ভারত থেকে ভিয়েতনামের বিমানভাড়া খুব বেশি নয়। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং নানা ঐতিহাসিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। ১ লাখেরও কম খরচে ঘুরে আসা যায় এই দেশ থেকে।

ভ্রমণ,ভারত,কম খরচ,বিদেশ,ভিয়েতনাম,ইন্দোনেশিয়া,শ্রীলঙ্কা,মালয়েশিয়া,Travel,India,Foreign,Vietnam,Indonesia,Srilanka,Malaysia

মালয়েশিয়া : স্বস্তায় থাকার সুবন্দোবস্ত তো রয়েইছে পাশাপাশি রয়েছে নানান ধরণের স্ট্রিটফুড। পাশাপাশি এখানকার স্থানিয় সংস্কৃতি এবং সৌন্দর্য দুটোই আপনার চোখ টানবেই। এই দেশ ঘোরার জন্যেও খরচ লাখের গন্ডি অবধি পৌঁছায়না।

ভ্রমণ,ভারত,কম খরচ,বিদেশ,ভিয়েতনাম,ইন্দোনেশিয়া,শ্রীলঙ্কা,মালয়েশিয়া,Travel,India,Foreign,Vietnam,Indonesia,Srilanka,Malaysia

শ্রীলঙ্কা : মূলত সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত ভারতের এই পড়শী দেশ তথা দ্বীপ। ভারত থেকে বিমান ভাড়া তো কম বটেই পাশাপাশি খরচটাও তুলনামূলক অনেকটাই কম।

ইন্দোনেশিয়া : বালির বিচ গোটা দুনিয়ায় বিখ্যাত। অভূতপূর্ব সৌন্দর্য এখানে। ভারত থেকে বিমান ভাড়া যথেষ্টই কম। বালি যাওয়ার আগে ইন্টারনেট ঘেঁটে থাকা খাওয়ার ব্যবস্থা কীরকম তা জেনে গেলে ওখানকার খরচটাও অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন। এমনিতেই কম খরচে ঘোরার জন্য বেশ নামকরা এই জায়গাটি।

ভ্রমণ,ভারত,কম খরচ,বিদেশ,ভিয়েতনাম,ইন্দোনেশিয়া,শ্রীলঙ্কা,মালয়েশিয়া,Travel,India,Foreign,Vietnam,Indonesia,Srilanka,Malaysia

থাইল্যান্ড : থাইল্যান্ডের স্ট্রিটফুড নিয়ে তো বলার কিছুই নেই। হোটেল থেকে খাওয়া দাওয়া এখানে সবকিছুই পাবেন স্বস্তায়। পাশাপাশি আপনার সঙ্গ দেখে থাইল্যান্ডের অপরূপ সৌন্দর্য।

কম্বোডিয়া : এখানকার সবচেয়ে প্রসিদ্ধ জিনিস হল আঙ্কোরভাটের মন্দির। যা কী না পৃথিবী বিখ্যাত। একইসাথে খরচপাতির দিক দিয়েও অনেকটাই সস্তা এই দেশ।