Arijit

পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভেঙ্গে পড়ল ভারতের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’

ওড়িশার বালেশ্বরের সমুদ্র উপকূলে পরীক্ষামূলক উৎক্ষেপণ চলছিল ভারতের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’ এর। সেই সময় হঠাৎই সেটি ভেঙ্গে পড়ে। এটি ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল। অতীতেও বহুবার এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে তবে এই প্রথম ক্ষেপণাস্ত্রটির ভেঙে পড়ার ঘটনা ঘটলো।

   

এটি ব্রহ্মসের সবচেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র ছিল। এই ক্ষেপণাস্ত্রটি 450 কিলোমিটার দূরে যেকোনো লক্ষ্য বস্তুর ওপর আঘাত হানার ক্ষমতাসম্পন্ন।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ” সোমবার বালেশ্বরের সমুদ্র উপকূলে এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই সেটি ভেঙ্গে পড়ে। তবে কেন হঠাৎ এমন দুর্ঘটনা ঘটলো এই বিষয়ে কোন কারণ জানা যায়নি। ইতিমধ্যেই ব্রহ্মস অ্যারোস্পেস কর্পোরেশন এবং ডিআরডিও বিজ্ঞানীরা মিলে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তারাই এই ক্ষেপণাস্ত্রটির ভেঙ্গে পড়ার আসল কারন বের করবে।