Papiya Paul

‘শ্রীময়ী’ নয়, অন্য চরিত্রে পর্দায় ফিরছেন ইন্দ্রানী! খুশির খবর জানালেন অভিনেত্রী

ইন্দ্রানী হালদারের(Indrani Halder) ‘শ্রীময়ী’ ধারাবাহিক নিয়ে মানুষের মধ্যে আলাদা উন্মাদনা ছিল। প্রায় সাড়ে তিন বছরের এই সিরিয়াল নিয়ে কম চর্চা হয়নি নেটমহলে। দীর্ঘদিন অভিনেত্রীকে এই চরিত্রে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে উঠেছিলেন দর্শকেরা। অনেকে আবার অভিনেত্রীর নাম ছেড়ে শ্রীময়ী বলে ডাকতে বেশি পছন্দ করতেন। এই ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে বহুদিন হলো। এর জন্য দর্শকদের মনে বেশ কষ্ট হয়েছে।

   

তবে ফের অভিনেত্রীকে আবার পর্দায় দেখা যাবে। এবার আর ছোটপর্দায় নয়, বড়পর্দায় দীর্ঘ বহুবছর পর কামব্যাক করছেন ইন্দ্রানী। এসভিএফ প্রযোজিত সুদীপ দাস পরিচালিত ‘কুলের আচার’ ছবি দিয়ে আবার বড়পর্দায় ফিরছেন ইন্দ্রানী। এই ছবিতে তার বিপরীতে স্বামীর ভূমিকায় অভিনয় করবেন নীল মুখোপাধ্যায়। এছাড়া ছবিতে নায়িকার চরিত্রে রয়েছেন মধুমিতা সরকার আর নায়কের ভূমিকায় রয়েছেন বিক্রম চ্যাটার্জী।

এখানে একজন কড়া শ্বাশুড়ির ভূমিকায় দেখা যাবে ইন্দ্রাণীকে। তার বৌমার কাছে তিনি হিটলার নামে পরিচিত। ইতিমধ্যে এই ছবিতে প্রত্যেকের চরিত্রের নাম এবং লুক প্রকাশ পেয়েছে। এই ছবিতে বর্তমান সমাজে ও বিয়ের পর মেয়েদের পদবী পরিবর্তন করা নিয়ে একটা মিথ এখনো চলছে। আর এই বিষয়টাকে সুন্দরভাবে গল্পের মাধ্যমে তুলে ধরা হবে সিনেমাতে। বিয়ের পরেও মিঠি ওরফে মধুমিতার পদবী পরিবর্তন করার ইচ্ছা না থাকায় শ্বশুরবাড়িতে সমস্যা শুরু হয়।

এরপরে ছবিতে থাকছে নানা রকম টুইস্ট। এই ছবি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেও বিয়ের পরের দুটো পদবী ব্যবহার করি। আমার মনে হয় মেয়েদের এই অধিকারটা থাকা উচিত। এমন একটা বিষয় নিয়ে ছবি তৈরি হবে বলে আমি খুশি আর ছবির নামটা ভীষণ আকর্ষণীয়।’