Indrani Halder

Moumita

‘বৃদ্ধাশ্রম খুলতে চাই’, বিনামূল্যে সব রকমের পরিষেবা দেওয়ার ইচ্ছেপ্রকাশ পর্দার ‘শ্রীময়ী’ ওরফে ‘ইন্দ্রানী’র

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এবং নামী অভিনেত্রী হলেন ইন্দ্রাণী হালদার (Indrani Halder)। বড়পর্দা হোক বা ছোটপর্দা, সবজায়গাতেই তার অগাধ বিচরণ। দীর্ঘ কেরিয়ারে একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি‌। আর সেই ইন্দ্রাণীই এবার নিজের এক গোপন ইচ্ছের কথা শেয়ার করে নিলেন।

   

প্রসঙ্গত, টলিপাড়ার এই সুন্দরী নায়িকার কেরিয়ার শুরু হয় ছোটপর্দার হাত ধরেই। তার প্রথম ধারাবাহিক ছিল ‘তেরো পার্বণ’। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর ধীরে ধীরে আধিপত্য বিস্তার করেন বড়পর্দাতেও। এরপর তিনি কাজ করেছেন মুম্বাইতেও।

তবে এতকিছুর মাঝে একটা চাপা কষ্ট তার বুকে বাসা বেঁধে আছে। আর সেই দুঃখ হল তার ফাঁকা কোল। তিনি কেরিয়ারে চূড়ান্ত সফল হলেও, ব্যক্তিগত জীবনটা হতাশায় পরিপূর্ণ। পর্দার ‘শ্রীময়ী’ নিজেই একবার জানিয়েছিলেন, কাজ এবং সাফল্যের পিছনে ছুটতে গিয়ে সন্তানের মুখ দেখা হয়নি তার।

টলিউড,বিনোদন,গসিপ,ইন্দ্রাণী হালদার,বৃদ্ধাশ্রম,Tollywood,Entertainment,Gossip,Indrani Halder,Old Age Home,Free Of Cost,বিনামূল্যে

 

নিকট অতীতে এক স্টেজ শোয়ে গিয়ে ফের এই বিষয়ে মুখ খোলেন তিনি। অভিনেত্রী বলেন, তিনি নিঃসন্তান। কালের নিয়মে তার জীবনেও বার্ধক্য আসবে। এই পরিস্থিতিতে কে দেখবে তাকে? সারাটা জীবন আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের সঙ্গে মাথা উঁচু করে বেঁচেছেন তিনি। শেষ জীবনটাও সেভাবেই থাকতে চান তিনি।

তবে তিনি চান, এই দুনিয়ার সব বাবা-মাই যেন তাদের শেষ জীবনটা আত্মসম্মানের সঙ্গেই বাঁচতে পারেন। এই কারণেই তিনি একটি বৃদ্ধাশ্রম (Old Age Home) খুলতে চান। ইন্দ্রণী (Indrani Halder) চান, তার এই বৃদ্ধাশ্রমে থাকা খাওয়া থেকে সবকিছুই বিনামূল্যে (Free Of Cost) হবে। যেখানে অসহায় বৃদ্ধ বৃদ্ধারা নিশ্চিন্তে মাথা উঁচু করে বাঁচতে পারবে।

টলিউড,বিনোদন,গসিপ,ইন্দ্রাণী হালদার,বৃদ্ধাশ্রম,Tollywood,Entertainment,Gossip,Indrani Halder,Old Age Home,Free Of Cost,বিনামূল্যে

ইন্দ্রাণী আরো বলেন, তিনি কোনো অনাথ আশ্রম খুলতে চান না। কারণ আশেপাশে এই নিয়ে অনেকেই কাজ করছেন। বৃদ্ধাশ্রম নিয়েও যে কাজ হচ্ছে না এমনটা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে থাকা-খাওয়ার জন্য অনেক টাকা নেওয়া হয়। যা অনেকের কাছেই সাধ্যের বাইরে হয়ে যায়। তাই তিনি এমন এক বৃদ্ধাশ্রম খুলতে চান যেখানে সবকিছুই পাওয়া যাবে বিনামূল্যে।