Papiya Paul

সরস্বতী পুজোর আগে কুল খাওয়া কেন মানা, কেন হলুদ মেখে স্নান করতে হয়, কারণ জানালেন ইন্দ্রানী হালদার

টলিউডের(Tollywood) জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার(Indrani Halder)। দীর্ঘ অনেক বছর বাংলা সিনেমাতে অভিনয়ের পর সিরিয়াল দিয়ে আবার কামব্যাক করেছেন তিনি। ইতিমধ্যেই তিনটি সিরিয়ালে তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। গত বছরই শেষ হয়েছে তার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী'(Sreemoyee)। প্রায় চার বছর এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে রীতিমতো রাজ করেছেন ইন্দ্রানী। স্বামীর সঙ্গে মনোমালিন্য, বিচ্ছেদ, নতুন করে রোহিতের সঙ্গে প্রেম, সাংসারিক টানাপড়েন সমস্ত কিছু তুলে ধরা হয়েছিল এই ধারাবাহিকে।

   

এখন সিরিয়াল থেকে নিজেকে কিছুদিন দূরে রাখবেন বলে ঠিক করেছেন তিনি। মৈনাক ভৌমিকের পরিচালনায় ‘কুলের আচার’ সিনেমা দিয়ে আবার বড় পর্দায় ফিরছেন ইন্দ্রানী হালদার। সিরিয়ালে তাকে না দেখতে পেলেও দর্শকেরা কিন্তু এখনো তার খোঁজ খবর নিতে সবসময় উৎসুক। আজ সরস্বতী পূজা। প্রত্যেক মানুষের মনেই এই সরস্বতী পুজো নিয়ে নানান স্মৃতি জড়িয়ে থাকে। আর এবার নিজের সরস্বতী পুজোর স্মৃতি সম্পর্কে জানিয়েছেন ইন্দ্রানী।

তিনি জানিয়েছেন, ছোটবেলায় তাদের আদি বাড়ি নিউ আলিপুরের ছাদে সরস্বতী পুজো হত। সেই সময় তার বাবা-মা বাড়ির বেশ কিছু লোক জন মিলে ধুমধাম করে পুজোর আয়োজন চলত। গোটা বাড়িতে ৮ জন বাচ্চা মিলে মণ্ডপ সাজানো হতো। আর হত খিচুড়ি রান্না এবং সকলে মিলে একসাথে খাওয়া। হলুদ মেখে স্নান, কুল খাওয়া সবকিছু সম্পর্কে বলতে থাকেন অভিনেত্রী। তবে এর সাথে হলুদ মাখার আসল কারণ জানিয়েছেন তিনি।

ইন্দ্রানী বলেছেন জানেন হলুদ কেন মাখতে হয়? ওটা অ্যান্টিসেপটিক। বসন্তকালে পক্স হয়, ওটা থেকে বাঁচার জন্য এই রীতি। সরস্বতী পূজার আগে কুল কেন খাওয়া উচিত নয় সেই সম্পর্কে জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন যে মা বলতেন এই সময় ওয়েদার চেঞ্জ হয় তাই আগে কুল খেলে ঠান্ডা লেগে যেতে পারে। সেই কারণে পরে খেতে বলা হয়। এবছর প্রোডাকশন হাউজের সরস্বতী পুজোয় যাবেন ইন্দ্রানী এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।