interesting interview questions do you know what are thing boys and girls doing without clothes

Moumita

কোন কাজ যা একটি ছেলে ও মেয়ে জামাকাপড় খুলে করে! উত্তর কিন্তু চমকে দেবে

আপনিও কি চাকরির সন্ধানে রয়েছেন? বা সামনেই চাকরির(Service) ইন্টারভিউ(Interview) আছে তার জন্য নিজেকে প্রস্তত করছেন? এমতাবস্থায় নার্ভাসনেস নিশ্চয়ই আছে। হয়তো মনে একাধিক প্রশ্ন ভিড় করছে এখন যে, ইন্টারভিউতে ঠিক কী প্রশ্ন করা হতে পারে? সব প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবেন তো? আপনার এই সমস্ত চিন্তার সমাধান হতে পারে এই প্রতিবেদনটি।

   

আসলে এমন মানুষ অনেকেই আছেন যারা ইন্টারভিউ-র নাম শুনলেই আঁতকে ওঠেন। সমস্ত প্রশ্নের উত্তর জানা থাকবে নাকি আউট অফ দ্য বক্স কোশ্চেন পেয়ে ঘাবড়ে যাবে? এরকম হাজার একটা দুশ্চিন্তা মাথায় ভিড় করে। এমতাবস্থায় আমরা একটা ছোট্ট ডেমো নিয়ে এসেছি আপনাদের জন্য। এমনকি কেমন আত্মবিশ্বাসের সঙ্গে সেই প্রশ্নের আপনি উত্তর দিতে পারবেন যে সম্পর্কেও আপনাকে এই প্রতিবেদনে বলা হয়েছে।

প্রশ্ন: আমাদের জাতির পিতা কে?
উত্তর: মহাত্মা গান্ধী।

প্রশ্ন: ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়?
উত্তর: ডা: বি আর আম্বেদকর।

প্রশ্ন: ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: রাজেন্দ্র প্রসাদ।

প্রশ্ন: ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: পণ্ডিত জওহরলাল নেহেরু।

প্রশ্ন: আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ কোনটি?
উত্তর: ত্বক।

প্রশ্ন: কম্পিউটার আবিষ্কার করেন কে?
উত্তর : চার্লস ব্যাবেজ।

এগুলো তো গেল সাধারণ জ্ঞানের প্রশ্ন। এছাড়াও অনেক সময় কোম্পানি জিজ্ঞেস করে থাকে, ‘আমরা আপনাকে কেন চাকরি দেব?
উত্তর : এর জবাব অবশ্যই আত্মবিশ্বাসের সাথে দেবেন। উদাহরণস্বরূপ, ‘আপনাদের আমাকে নিয়োগ করা উচিত কারণ আমি বিশ্বাস করি যে আমার অভিজ্ঞতা এবং যোগ্যতার মাধ্যমে সংস্থাটিকে এবং নিজেকেও আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। এবং আমি টিমওয়ার্কে একজন ভাল ফিট ব্যক্তি হতে পারি।

প্রশ্ন: কী এমন কাজ আছে যা ছেলে ও মেয়েরা সমস্ত জামাকাপড় খুলে দিয়ে করে?
উত্তর: স্নান।

আপনি কেন এই চাকরিতে আগ্রহী?
উত্তর: এই চাকরিটি আমাকে যেমন এই কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে তেমনই আমার নিজের ক্ষমতা বাড়ানোরও সুযোগ দিচ্ছে।

নিজের সম্পর্কে বলুন : এর জবাবে অবশ্যই নিজের পুরো নাম, আপনি কোথায় থাকেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কী এইসমস্ত কিছু বলতে হবে। পাশাপাশি আপনাকে নিজের এমন কিছু বিশেষ গুণের কথাও বলতে হবে যা ঐ চাকরির সঙ্গে সম্পর্কিত‌।