Arijit

‘খেলা শুরুর আগেই পাকিস্তানকে ভয় পেয়েছিল ভারত’, কোহলিদের কটাক্ষ ইনজামামের

শেষ হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি ভারত। পাশাপাশি সেমিফাইনাল থেকে ছিটকে গিয়ে পাকিস্তানও। তবে এতদিন পর বিশ্বকাপে ভারত- পাকিস্তান ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক।

   

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। আর সেই ম্যাচে পাকিস্তানের কাছে 10 উইকেটের বিরাট ব্যবধানে হারতে হয়েছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে। প্রথমে ব্যাট করে পাকিস্তানের কাছে 152 রানের টার্গেট ছুড়ে দেয় ভারত। ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজুয়ান। এদের ব্যাটে ভর করে কোন উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। পাকিস্তানের কাছে দশ উইকেটের বিরাট ব্যবধানে হেরে লজ্জার রেকর্ড গড়েছে ভারত। ক্রিকেটের ইতিহাসে এই প্রথম বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে হারল ভারত। এর আগে কখনো বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।

প্রায় এক মাস আগের সেই ম্যাচ নিয়ে এবার বড় মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। ইঞ্জামাম এর মতে 24 শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে নামার আগে ভয় পেয়ে গিয়েছিল ভারতীয় দল। যার কারণে ভারত নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি এবং হেরে গিয়েছিল।

পাকিস্তানের এক সাংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইনজামাম বলেন, ‘আমার মনে হয় ম্যাচ শুরুর আগেই ভারতীয়রা ভয় পেয়ে গিয়েছিল। টসের সময় বিরাট কোহলি ও বাবর আজমের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবেন কারা চাপে ছিল। আমাদের দলের বডি ল্যাঙ্গুয়েজ ওদের থেকে অনেক ভালো ছিল। রোহিত শর্মাও চাপে ছিলেন, তাই তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল। এটা স্পষ্ট যে তারা সবাই চাপের মধ্যে ছিল।’