Arijit

সবাইকে ছাপিয়ে প্রথমবারেই আইপিএল চ্যাম্পিয়ন হার্দিকের গুজরাট টাইটান্স

গতকাল আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স এবং সঞ্জু স্যামসন এর রাজস্থান রয়েলস। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ফাইনাল ম্যাচে বাড়তি চাপ থাকে, আর সেই কারণেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সঞ্জু স্যামসন।

   

ব্যাটিং করতে নেমে শুরুটা ভালই করেছিল রাজস্থান রয়েলস। তবে ফাইনাল ম্যাচের চাপ নিতে পারলো না রাজস্থান রয়েলসের তরুণ ব্যাটসম্যানরা। অপরদিকে ব্যাট আছে ব্যর্থ হলেন জস বাটলার, সঞ্জু স্যামসন এর মত রাজস্থানের সিনিয়র ক্রিকেটাররাও। ব্যাট হাতে হতাশ করলেন শিমরন হেটমায়ারও। বাটলারের 35 বলে 39 রান ছাড়া আর কোন রাজস্থানের ব্যাটসম্যান এইদিন উল্লেখযোগ্য রান করতে পারে নি। নির্ধারিত কুড়ি ওভারে 130 রানেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ঋদ্ধিমান সাহা এবং ম্যাথু ওয়েডকে হারিয়ে একটু চাপে পড়ে যায় গুজরাট টাইটান্স। তবে সেই সময় দলের হাল ধরেন শুভমান গিল এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এই দুজনের ব্যাটে ভর করেই জয়ের কাছাকাছি চলে যায় গুজরাট টাইটান্স। 43 বলে 45 রান করেন শুভমান গিল, 30 বলে 34 বলে হার্দিক পান্ডিয়া। এবং শেষের দিকে নেমে 19 বলে 32 রান করে গুজরাটের জয় নিশ্চিত করে ডেভিড মিলার। সাত উইকেটে রাজস্থানকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হল গুজরাট। প্রথমবার আইপিএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়ে সারা বিশ্বকে অবাক করে দিল হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামিরা। ব্যাটে, বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনাল ম্যাচের সেরা হয়েছেন হার্দিক পান্ডিয়া।