Arijit

পাল্টে যাচ্ছে আইপিএল ফাইনালের সময়সূচী, এই বিশেষ কারণে দেরিতে শুরু হবে ফাইনাল ম্যাচ

আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচ প্রায় শেষ। কয়েক দিন পরই শুরু হবে আইপিএলে প্লে অফ। তারপর আগামী 29 শে মে আইপিএলের মেগা ফাইনাল। এবার আইপিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে গুজরাটের নরেন্দ্র মোদির ক্রিকেট স্টেডিয়ামে। তবে ফাইনাল ম্যাচের আগে সময়ের একটু পরিবর্তন করতে চলেছে বিসিসিআই।

   

এখনও পর্যন্ত আইপিএলে সন্ধে বেলার ম্যাচগুলি শুরু হত সাড়ে সাতটা থেকে। কিন্তু ফাইনাল পিছিয়ে গেল আধ ঘণ্টা। রাত আটটা থেকে শুরু হবে আইপিএলের ফাইনাল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান হয়েছে, “করোনার কারণে গত দু বছর আইপিএলে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয় নি। আগে আইপিএল শুরুর দিন এবং ফাইনালের আগে বড় অনুষ্ঠানের আয়োজন করত বিসিসিআই। কিন্তু করোনা মহামারীর কারণে গত দু’বছর সেই অনুষ্ঠান করা হয়নি। এবার দেশজুড়ে করোনা পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে। সেই কারণে 29 শে মে আইপিএলের ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে বিসিসিআই। সেই কারণে আইপিএলের ফাইনাল ম্যাচটি রাত আটটায় শুরু হবে।”
অনুষ্ঠানে থাকতে পারেন রণবীর সিংহ, এআর রহমান।