Arijit

সবাইকে হারিয়ে জয়ী কলকাতা, ব্যাঙ্গালুরু-চেন্নাইকে টেক্কা দিয়ে প্লে অফের ম্যাচ কলকাতায়

করোনা ভাইরাসের কারণে এবার আইপিএল দেশের মাটিতে অনুষ্ঠিত হলেও শুধুমাত্র মুম্বাইয়ের মধ্যে হচ্ছে। আইপিএলে গ্রূপ পর্বের প্রত্যেকটি ম্যাচ মুম্বাইয়েই অনুষ্ঠিত হচ্ছে। আইপিএল ম্যাচ গুলি মুম্বাইয়ের চারটি স্টেডিয়ামের মধ্যে সংঘটিত করা হচ্ছে। এছাড়াও প্রথমে ঠিক করা হয়েছিল আইপিএলের প্লে অফের ম্যাচ এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে গুজরাটের আমেদাবাদ ক্রিকেট স্টেডিয়াম।

   

তবে সেই পরিকল্পনায় কিছুটা বদল আনলো বিসিসিআই, আর তাতেই খুশি হওয়া আমাদের বাংলায়। সবাইকে টেক্কা দিয়ে আইপিএলের প্লে অফের দুটি ম্যাচ ছিনিয়ে নিল কলকাতা। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের প্লে অফের দুটি ম্যাচ। প্লে অফের ম্যাচ করার জন্য কলকাতা সঙ্গে দৌড়ে ছিল বেঙ্গালুরু এবং চেন্নাই।

সব কিছু ঠিকঠাক থাকলে 24 শে মে মঙ্গলবার ইডেনে প্রথম প্লে-অফ অর্থাৎ কোয়ালিফায়ার 1 হবে। পয়েন্ট তালিকায় প্রথম দু’টি দল এই ম্যাচে মুখোমুখি হবে। পরের দিন অর্থাৎ 25 মে বুধবার ইডেনে হবে দ্বিতীয় প্লে-অফ বা এলিমিনেটর। এই ম্যাচে খেলবে পয়েন্ট তালিকায় থাকা তৃতীয় ও চতুর্থ দল।