Arijit

বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইডেনের প্লে-অফে, ম্যাচ না হলে কোন দল উঠবে ফাইনালে, দেখুন নিয়ম

এবার আইপিএলে গ্রুপ পর্বের প্রত্যেকটি ম্যাচই মুম্বাই এবং পুনেতে সংঘটিত হয়েছে। তবে গ্রুপ পর্বের ম্যাচ মুম্বাইয়ের মধ্যে হলেও প্লে অফের ম্যাচ পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম। আগামী মঙ্গল ও বুধবার প্লে অফের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে। তবে আইপিএলের ম্যাচ পেলেও সিএবির চিন্তার কারণ আবহাওয়া।

   

করোনার কারণে দীর্ঘ দু বছর ইডেনে আইপিএলের ম্যাচ হয় নি। দু বছর পর ইডেনে আইপিএলের ম্যাচ হতে চলেছে। স্বাভাবিকভাবে কলকাতার ক্রিকেট প্রেমীরা খুবই উচ্ছ্বসিত তবে চিন্তার কারণ আবহাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে প্লে অফের ম্যাচের দিন কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আসুন দেখে নিই যদি প্লে অফের ম্যাচে জল ঝড় হয় সেক্ষেত্রে নিয়মে কি পরিবর্তন হতে চলেছে।
আইপিএলের নিয়ম অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত অপেক্ষা করা হবে। এর মধ্যে খেলা শুরু করা গেলে পুরো ২০ ওভারই খেলা হবে। যদি এই সময়ের মধ্যে খেলা শুরু করা না যায়, তা হলে ওভার কমিয়ে খেলানোর চেষ্টা করা হবে। অন্তত পাঁচ ওভার করেও যদি দু’দল খেলতে পারে, সেই চেষ্টা থাকবে। নিয়ম অনুযায়ী দু’দলকে অন্তত পাঁচ ওভার করে খেলতে হবে।
একান্তই যদি খেলা না হয়, সে ক্ষেত্রে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার জন্য গুজরাত পৌঁছে যাবে ফাইনালে। রাজস্থানকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এলিমিনেটরের ক্ষেত্রেও একই নিয়ম।