Arijit

জমে গিয়েছে আইপিএল দেখানোর লড়াই, প্রথম দিনেই দাম উঠল ৪৩ হাজার কোটি টাকা

2017 সালের 5 বছরের জন্য আইপিএল দেখানোর সত্তা বিসিসিআই এর কাছ থেকে কিনে নিয়েছিল স্টার। তারপর থেকে বিগত পাঁচ বছর স্টার স্পোর্টসেই দেখানো হতো আইপিএল এর সমস্ত ম্যাচ। তবে সেই চুক্তি শেষ হয়েছে এই বছর। ফের নতুন করে চুক্তি জন্য নিলাম শুরু করেছে বিসিসিআই।

   

বছরে 74 টি ম্যাচের আইপিএল নিয়ে দর হাঁকা চলছে। পাঁচ বছরের জন্য এই স্বত্ব কেনা যাবে। শেষ দুই বছরে ম্যাচের সংখ্যা বেড়ে 94 করার সম্ভাবনা রয়েছে। এই স্বত্ব কেনার লড়াইয়ে রয়েছে জি, স্টার, সোনি এবং রিলায়ান্স-ভায়াকম18। মূলত এই চারটি সংস্থার মধ্যে প্রথম দিনের নিলাম লড়াই জমে উঠেছিল।

প্রথম দিনে নিলামে আইপিএলের সম্প্রচারস্বত্বের দাম উঠল 43 হাজার কোটি টাকার বেশি। অর্থাৎ ম্যাচ প্রতি দর 54 কোটি টাকা উঠেছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় দিনে তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ প্রথম দিনের নিলাম দেখে এটাই স্পষ্ট যে আইপিএল এর জন্য ফের বিরাট লক্ষ্মী লাভ হতে চলেছে বিসিসিআই এর।