অঙ্কুশ হাজরা (Ankush Hazra) আর ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) প্রেমের খবর তো সর্বজনবিদিত। বেশ লম্বা সময় ধরে সম্পর্কে রয়েছেন তারা। প্রায় সময়ই তাদের বিয়ের রটনাও রটে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তবে এবার প্রেমের বর্ষপূর্তির আগে প্রেম নিয়ে এক মারাত্মক ঘোষণা অঙ্কুশের।
না বিয়ে নিয়ে নয়, বরং খানিকটা বিচ্ছেদের আভাস ভেসে এল অঙ্কুশের ফেসবুক পোস্ট থেকে। প্রেম দিবসের আগেই অঙ্কিতাকে চুম্বন করা অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক দেওয়ালে। ক্যাপশনে লিখেছেন এক অদ্ভুত বার্তা। যা দেখে চমকে উঠেছেন ভক্তরাও।
অঙ্কুশের বক্তব্য, “কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ই February আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।” এই পোস্টের শেষে ট্যাগ-ও করেছেন ঐন্দ্রীলাকে।
প্রসঙ্গত, বেশ কিছু বছর ধরেই তাদের প্রশ্ন করা হয়, বিয়ে কবে করবেন টলিউডের অন্যতম পাওয়ার কাপল? এতদিন পর্যন্ত নির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি তাদের থেকে। আর তার মধ্যেই জল্পনা বাড়িয়েছে এই পোস্ট। এই পোস্টের পেছনে বিশেষ কিছু কারণও রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা।
পাশাপাশি জানিয়ে রাখি, আগামী ১৪ ফেব্রুয়ারি অঙ্কুশের জন্মদিনও বটে। এই বিশেষ দিনেই কি তবে বিচ্ছেদের খবর আসতে চলেছে? বলে রাখি এখনই বিচ্ছেদের গন্ধ পাওয়ার কোনও দরকার নেই। কারণ মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই পোস্ট এবং ছবি তাদের আগামী প্রোজেক্টের প্রচারের কারণে করা।
দুই তারকা একসঙ্গে অভিনয় করেছেন ‘ম্যাজিক’ ছবিতে। সেই ছবির একটি দৃশ্যই শেয়ার করে এত কথা লিখেছেন অঙ্কুশ। ছবিটিতে ঐন্দ্রিলার ঠোঁটে তাঁর ঠোঁট। এমতাবস্থায় এটি একটি পাবলিসিটি স্টান্ট হলেও হতে পারে বলেই মত নেটিজেনদের। অনেকে তো সেই কথা পোস্টের কমেন্ট বক্সে লিখেও দিয়েছেন। এখন কোন ঘটনাটি সত্যি সেটা তো সময়ই বলবে।