টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,লালকুঠি,জি বাংলা,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Laalkuthi,Zee Bangla

Moumita

ঝড় এখনই শেষ নয়, ‘পিলু’র পর মাত্র ৬ মাসের মাথায় শেষ হচ্ছে জি বাংলার আরো একটি জনপ্রিয় ধারাবাহিক!

চলতি বছরের নতুন ট্রেন্ডে বিপাকে পড়েছে টেলিভিশনের ধারাবাহিকগুলি। টিআরপি তালিকায় একটু ঢিলেমি তো চ্যানেল থেকেই বাদ। আর এভাবেই বিগত কয়েক মাসে বন্ধ হয়েছে একাধিক সিরিয়াল। তার পরিবর্তে এসেছে নতুন মুখ, নতুন গল্প। এমনও অনেক সিরিয়াল আছে যার বয়স অল্প হলেও কম টিআরপির কারণে তা শেষ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

   

উদাহরণস্বরূপ, মাত্র তিন মাসের মাথায় বন্ধ হয়ে গিয়েছে স্টার জলসায় সম্প্রচারিত সিরিয়াল ‘বৌমা একঘর’, বন্ধ হয়েছে ‘পিলু’। এছাড়াও গত কয়েক মাসে এমন সব ধারাবাহিক বন্ধ হয়েছে যার কিছু প্রত্যাশিত, কোনও কোনওটা আবার একদম চমকে দেওয়ার মতো। এরকমই আরো একটা নাম উঠে এলো স্টুডিওপাড়া থেকে।

তবে এই ধারাবাহিকের বন্ধের খবর খানিকটা প্রত্যাশিত এবং খানিকটা অপ্রত্যাশিতও বটে। সাধারণত দর্শকরা অভিযোগ করে থাকেন যে ধারাবাহিকে সাংসারিক কূটকাচালি ছাড়া আর কিছু দেখানো হচ্ছেনা। সেই কারণেই চিরাচরিত ছকের বাইরে হেঁটে জি বাংলায় শুরু হয়েছিল এই ধারাবাহির। কিন্তু তারপরেও মাত্র ৬ মাসেই নাকি ইতি পড়তে চলেছে এই সফরে, অন্তত তেমনই গুঞ্জন।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,লালকুঠি,জি বাংলা,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Laalkuthi,Zee Bangla

প্রসঙ্গত উল্লেখ্য, শাশুড়ি-বৌমার ঝগড়া বা গ্রামের মেয়ের শহুরে ছেলের প্রেম কিংবা কোনও মেয়ের ঘুরে দাঁড়ানোর গল্প নয়, রহস্য-রোমাঞ্চের মোড়কে প্রেমের গল্প দেখানো হয়েছিলো ‘লালকুঠি’-তে। এবার সেই ‘লালকুঠি’ই নাকি বন্ধ হতে চলেছে। ‘রাহুল-রুকমা’র জুটি নিয়ে বহু প্রত্যাশা থাকলেও টিআরপি তালিকায় তারা সাড়া ফেলতে ব্যর্থ।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,লালকুঠি,জি বাংলা,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Laalkuthi,Zee Bangla

এই বিষয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে সেখান থেকে খবর মিলেছে যে, এখনও সিরিয়াল বন্ধের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে চ্যালেন কর্তৃপক্ষ খুব বেশি দিন টেনে নিয়ে যাবে না এই সিরিয়ালকে। পাশাপাশি আরো বেশ কয়েকটি নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলার পর্দায়। রুবেল দাস, পল্লবী শর্মা জুটির ‘নিম ফুলের মধু’ জায়গা নিচ্ছে মিঠাই-এর।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,লালকুঠি,জি বাংলা,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Laalkuthi,Zee Bangla

এদিকে শ্বেতা ভট্টাচার্য এবং হানি বাফনারও একটি ধারাবাহিক আসতে চলেছে জি বাংলায়। কথা হচ্ছে আরো এক অভিনেত্রী স্বস্তিকা দত্তের সাথেও। নায়কের খোঁজ পেলে শুরু হবে আরো এক নতুন ধারাবাহিকের কাজ। অর্থাৎ আরো একটি ধারাবাহিকের খাতা বন্ধ হওয়ার পালা। সবে মিলিয়ে বেশ অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে টেলি দুনিয়ায়।