চলতি সময়ের সবচেয়ে আলোচিত সিরিয়ালের নাম জিজ্ঞেস করা হলে এক বাক্যে যে উত্তর আসবে তা হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। আর এই ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র হল সূর্য ওরফে দিব্যজ্যোতি (Dibyojyoti Dutta) এবং দীপা ওরফে স্বস্তিকা (Swastika Ghosh)। আর সম্প্রতি এই দুই তারকাকে নিয়েই প্রকাশ্যে এসেছে বড় খবর।
আসলে বিগত বেশ কিছুদিনে দারুন জনপ্রিয়তা অর্জন করেছে সিরিয়ালটি। পাশাপাশি বেড়েছে সিরিয়ালের কলাকুশলীদের জনপ্রিয়তাও। তাই এইসব তারকাদের অন্দরমহলে কী চলছে সেটা জানার জন্য রীতিমতো মুখিয়ে থাকে ভক্তরা। খবর মিলেছে শুধু অনস্ক্রিনেই নয়, অফস্ক্রিনেও চুটিয়ে প্রেম করছে সূর্য-দীপা।
টেলিপাড়ার অভ্যন্তরীণ খবর, শুটিং চলাকালীনই নাকি একে অপরকে মন দিয়ে বসেছেন দিব্যজ্যোতি এবং স্বস্তিকা। আর সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা দিব্যজ্যোতি। তাহলে চলুন জেনে নিই কী বললেন সূর্য ওরফে দিব্য?
অভিনেতার কথায়, এই খবরে নাকি খুশি হওয়ার মত কিছু নেই। ভক্তদের আশাহত করে তিনি এটাই বলেছেন যে, এই খবরে নাকি কোনো সত্যতা নেই। গোটাটাই গুজব। দিব্যজ্যোতির কথায়, “পুরোটাই ভুয়ো খবর, আমি আর স্বস্তিকা কোনও সম্পর্কে নেই।”
Instagram-এ এই পোস্টটি দেখুন
পাশাপাশি তিনি এটাও বলেছেন, “দিব্যজ্যোতি যদি কখনও সম্পর্কে যায় তাহলে কখনও লুকবে না। কারণ সম্পর্ক আড়াল করা মানে ভালোবাসার মানুষটিকে অস্বীকার করা, অসম্মান করা।” তাই আপাতত ভক্তদের নিরাশ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
Instagram-এ এই পোস্টটি দেখুন
প্রসঙ্গত উল্লেখ্য, যারা অনুরাগের ছোঁয়া’ দেখছেন তারা তো জানেনই যে, ধারাবাহিকে এখন সূর্য-দীপার বিচ্ছেদ দেখানো হচ্ছে। এদিকে ছেলে-বৌমা’কে এক করার আপ্রাণ চেষ্টা করছেন লাবণ্য। যদিও সুরাহা কিছুই হয়নি। আর এই এক ট্র্যাক দেখতে দেখতে বিরক্ত হয়ে পড়েছে দর্শকরাও। এখন দেখা যাক নির্মাতারা প্লট পরিবর্তন করেন কি না!