টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,পিলু,গসিপ,টিআরপি,জি বাংলা,Tollywood,Entertainment,Gossip,Serial Television,TRP,Pilu,Zee Bangla

Moumita

‘অপু’, ‘উমা’-র পর এবার ‘পিলু’-র শাটার ডাউন! হাঁফ ছেড়ে বাঁচলাম, স্বস্তির নিঃশ্বাস দর্শকদের

বিগত কয়েকমাস ধরেই একটা ট্রেন্ড দেখা যাচ্ছে টেলিপাড়ায়। একের পর এক জনপ্রিয় ধারাবাহিক বন্ধ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষগুলি। এর আগে একটা একটা করে বন্ধ হলেও এবার এক ধাক্কায় বন্ধ হবে সাত-সাতটা ধারাবাহিক। কিন্তু কেন এমনটা হচ্ছে? শুধুই কি কম টিআরপি এর নেপথ্যে? ‘অপরাজিতা অপু’, ‘উমা’র পর আরও এক ধারাবাহিকের খাতা বন্ধ হবে বলে খবর।

   

টেলিপাড়ার অন্দরমহলের খবর, পুজোর পরেই নাকি তিন তিনটে নতুন ধারাবাহিক আনতে চলেছে জি বাংলা। পড়ে যাওয়া টিআরপি ফিরিয়ে আনতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে চ্যানেলটি। আর সেই কারণেই নাকি বন্ধ হচ্ছে ‘অপরাজিতা অপু’, ‘উমা’-র মতো ধারাবাহিকগুলি। সেই তালিকায় নাম জু়ড়তে চলেছে আরও এক মেগার।

সম্প্রতি স্টুডিওপাড়ার অলিগলিতে গুঞ্জন পুজোর পরেই শেষ হওয়ার পালা আহির আর পিলুর গল্পের। বিগত কয়েকদিন ধরেই ট্রোলিং-এর শিকার হচ্ছে ধারাবাহিকটি। অবশ্য এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে। ধারাবাহিকের নাম ‘পিলু’ হলেও গল্পের ফোকাস ঘুরে গিয়েছে রঞ্জা আর মল্লারের দিকে। এমতাবস্থায় এই ধারাবাহিকের আর কী প্রয়োজন এই নিয় প্রশ্নও তুলেছেন অনেকে।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,পিলু,গসিপ,টিআরপি,জি বাংলা,Tollywood,Entertainment,Gossip,Serial Television,TRP,Pilu,Zee Bangla

শেষ কয়েক সপ্তাহের টিআরপি রেটিং চার্টে এই ধারাবাহিকের নম্বর লক্ষ করলেই বোঝা যায় যে, যত দিন এগোচ্ছে নম্বর ততই কমছে। শুরুর দিকে নম্বর যদিও ছয়ের গণ্ডি পেরিয়েছিল। কিন্তু তার পর কমতে কমতে সেই নম্বর তলানিতে এসে ঠেকেছে। আর এই কারণেই নাকি এখন ধারাবাহিকটিকে বোঝা হিসেবে দেখছে চ্যানেল কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে কনফার্ম হওয়ার জন্য আহির ওরফে গৌরব রায় চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমিও এরকম একটা খবর শুনছি, তবে আমাকে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি। তাই সঠিক খবর দিতে পারব না।’ যদিও সত্যিটা ঠিক কী তা ক্রমশ প্রকাশ্য।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,পিলু,গসিপ,টিআরপি,জি বাংলা,Tollywood,Entertainment,Gossip,Serial Television,TRP,Pilu,Zee Bangla

এদিকে একই সময়ে আরো একটি চ্যানেলে সম্প্রচারিত হয় নবাব নন্দিনী। ধারাবাহিকটি পরে শুরু হলেও ইতিমধ্যেই টেক্কা দিয়ে দিয়েছে ‘পিলু’কে। ইন্দ্রানী আর রিজওয়ানের কেমিস্ট্রি যে দর্শকদের মন কেড়েছে তা বলাই বাহুল্য। এমতাবস্থায় চ্যানেলে চ্যানেলে লড়াই জেতার জন্য জি বাংলা যে নতুন কোনো পন্থা আনবেই তা আর নতুন কী!