Monami Ghosh

Moumita

অফশোল্ডার ড্রেসে হট অ্যান্ড বোল্ড মনামী, ‘টলিউডের উরফি জাভেদ’ বলে কটাক্ষ নেটিজেনদের

সদ্যই অনুষ্ঠিত হয়েছে বাংলার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (Filmfare Award)। পঞ্চম বর্ষে রেড কার্পেটে যেন নক্ষত্রদের আসর বসেছে। এ বলে আমায় দ্যাখ তো ও বলে আমায়। চারিদিকে যেন রূপের ছটা। নুসরত থেকে শুভশ্রী, ঋতাভরী থেকে সৌরভ দাস অসম্ভব সুন্দর লাগছিল সবাইকে। তবে সবাইকে ছাপিয়ে গেলেন মনামী ঘোষ (Monami Ghosh)।

   

ধূসর মেটালিক করসেট টপ, সঙ্গে স্টিলের সিক্যুইন বসানো স্কার্টে মাত দিলেন টলিপাড়ার দাপুটে অভিনেত্রীদের। এমনিই নিত্যনতুন অবতারে ধরা দেন ইন্সটাগ্রামে। তবে এবারের চমক ছিল একটু অন্যরকম। করসেটের ধরণ ধারণ দেখে চমকেই গেছে সবাই।

মনামীর এই ড্রেস দেখে তাকে সায়েন্স ফিকশন ছবির চরিত্রও ভাবতে পারেন। বেশির ভাগ মানুষেরই প্রশ্ন, এ কেমন ধরনের পোশাক! কেউ কেউ বলেছেন, “মনামী তো আমাদের টলিউডের উরফি জাভেদ।” সম্প্রতি এই বিষয়ে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় মনামীর সঙ্গে।

অভিনেত্রীর কথায়, ‘কারও সঙ্গে তুলনা করাতে আমি বিশ্বাসী নই। আর তা ছাড়া শুধু তো পোশাক পরি না। আমি পারফর্ম করি। অভিনয় করি। আমার আরও অনেক রকম কাজ আছে জীবনে।’ এই ধরণের পোশাকের অনুপ্রেরণা তিনি কোথায় পেলেন জিজ্ঞেস করা হলে তিনি বেশ মজাদার উত্তর দিয়েছেন।

মনামীর উত্তর, ‘আমি সারাক্ষণই ভাবতে থাকি আর কতটা নতুন ভাবে দর্শকের সামনে ধরা দেওয়া যায়। এই ধরনের পোশাক বিদেশে অনেক অভিনেতা–মডেলদের পরতে দেখা যায়। কিন্তু ভারতে হয়তো প্রথম বার এমন পোশাক পরল কেউ। মেটাল পোশাক বলে। এগুলো তৈরি করা বেশ কঠিন। পরা এতটা কঠিন নয়। তবে এই পোশাক পরতে গিয়ে আমার হাত কেটে গিয়েছে কিছু কিছু জায়গায়।’

অভিনেত্রীর কাজের কথা বললে, ছোট পর্দা, ওয়েব সিরিজ, সিনেমা সব জায়গাতেই চুটিয়ে কাজ করেছেন তিনি। এই যেমন সদ্যই শেষ করেছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবির কাজ। এই ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে তাঁকে। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ তিনি।