Arijit

আতঙ্কে ওয়েস্ট ইন্ডিজ, ভারতীয় দলে এলেন এই প্রাণঘাতী ক্রিকেটার

আর কয়েকদিন পর থেকেই শুরু হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে ওয়ানডে সিরিজ। আগামী 6 ই ফেব্রুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের পরবর্তী ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে 9 ই ফেব্রুয়ারি এবং 11 ই ফেব্রুয়ারি। তবে এই ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে হঠাৎ করেই ভারতীয় দলের চার জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়ে পড়েন। যার জেরে সমস্যায় পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

   

ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান, রিজার্ভ ওপেনিং ব্যাটসম্যান ঋতুরাজ গায়কওয়াড়, মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার এবং ফাস্ট বোলার নভদীপ সাইনির করোনা পজিটিভ পাওয়া গেছে। যার জেরে সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না এই ক্রিকেটাররা। যেহেতু শিখর ধাওয়ান এবং ঋতুরাজ গায়কোবাড একসঙ্গে দু’জন ওপেনার ব্যাটসম্যান করোনায় আক্রান্ত হয়েছেন অপরদিকে প্রথম ম্যাচে কে এল রাহুলও নেই। সেই কারণে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করা হল একজন বিপদজনক ওপেনিং ব্যাটসম্যানকে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করা হল তরুণ উইকেটরক্ষক ওপেনার ব্যাটসম্যান ঈশান কিষানকে। এই ঈশান কিষান একজন বিধ্বংসী ওপেনিং ব্যাটসম্যান। রোহিত শর্মার সঙ্গে ওপেন করার অভিজ্ঞতাও রয়েছে ঈশান কিষানের। স্বাভাবিক ভাবেই ঈশান কিষানের দলে অন্তর্ভুক্তি চাপে রাখবে ওয়েস্ট ইন্ডিজকে।