Koushik Dutta

২০২১-এ ফের চন্দ্রযান পাঠাতে পারে ইসরো, চাঁদে জলের প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি

সম্প্রতি চাঁদে জলের প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। আসলে চন্দ্রযান- ২ ঠিকভাবে সেখানে ল্যান্ড না করলেও কাজ করছে এখনও। পাঠিয়েছে ছবি। তাতেই এক ছবিতে দেখা যাচ্ছে চন্দ্র পৃষ্ঠে মরচে পড়ছে। এরপর ২০২১ সালে সেখানে চন্দ্রযান ৩ এর জন্য দ্রুত গতিতে প্রস্তুতি নিতে চাইছে ইসরো। তবে এটিতে অরবিটর থাকবে না বলে অনুমান। থাকবে শুধু ল্যান্ডার আর রোভার।