টলিউড,বিনোদন,টেলিভিশন,সৌমিতৃষা কুন্ডু,দূর্গা পূজা,Tollywood,Entertainment,Soumitrisha Kundu,Durga Puja

Moumita

পুজোর ফিতে কাটতে ৮৫ হাজার টাকা চার্জ করেন সৌমিতৃষা! ভাইরাল খবর নিয়ে এবার মুখ খুললেন মিঠাই

আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাপের বাড়ি আসছেন উমা। বাঙালির উন্মাদনা তো সেই কবেই শুরু হয়ে গেছে। বাদ নেই টেলি পাড়াও। ফ্যাশন স্টেটমেন্ট থেকে শুরু করে পুজোর শুটিং, সবকিছু নিয়েই তুমুল ব্যস্ততা। শুটিংয়ের পাশাপাশি আরো একটা বিশেষ কাজ থাকে টলি তারকাদের। পুজোর ঠিক আগে আগে পুজো-মণ্ডপের ফিতে কাটবার পর্ব। এর জন্য মোটা টাকা পারিশ্রমিকও নিয়ে থাকেন তারা।

   

এমনিতেই কোন পুজো মণ্ডপে কত বড়ো সেলিব্রেটি আসছে তা নিয়ে একটা রেষারেষি চলতেই থাকে ক্লাবগুলির মধ্যে। আর এক্ষেত্রে ছোটো পর্দার তারকাদের ভালোই কদর বেড়েছে বাজারে। বিশেষ করে মিঠাই রানি ওরফে সৌমিতৃষার কথা তো নতুন করে বলার কিছু নেই। ধারাবাহিক থেকে সোশ্যাল মিডিয়া সবেতেই চেয়ে রয়েছেন তিনি।

ইন্ডাস্ট্রির কিউটিপাই এই নায়িকার দর্শন পেতে কে না চায়! সব পুজো কমিটিরই প্রথম পছন্দ তিনি। সকল উদ্যোক্তারাই চান অভিনেত্রীকে দিয়ে পুজো মণ্ডপের ফিতে কাটাতে। আর তিনি যে এর জন্য মোটা রকম দর হাঁকাবেন এতে কোনো সন্দেহের অবকাশই নেই। সম্প্রতি এক সংবাদমাধ্যমের তরফ থেকে প্রতিবেদনে প্রকাশ করা হয় পুজোর উদ্বোধনে টেলি তারকাদের সম্ভাব্য পারিশ্রমিকের তালিকা।

সেই সংবাদমাধ্যমের তরফ থেকে দাবি করা হয় যে, পুজো মণ্ডপ পিছু পঁচাশি (৮৫,০০০) হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সৌমিতৃষা। তালিকায় সবার উপরে রয়েছে শন বন্দ্যোপাধ্যায় ওরফে মন ফাগুন খ্যাত ঋষি সেনের নাম। আর তারপরেই রয়েছে মিঠাইয়ের নাম। এছাড়াও দিতিপ্রিয়া, শোলাঙ্কি সহ একাধিক তারকার নাম রয়েছে সেই তালিকায়।

তবে প্রত্যেকের পারিশ্রমিকের অঙ্ক দেখে তো চোখ ছানাবড়া অনুরাগীদের। সরাসরি সোশ্যাল মিডিয়ায় মিঠাইরানিকেই প্রশ্ন করে বসে এক ভক্ত। পোস্টটি নজর এড়ায়নি সৌমিতৃষারও। ভক্তের সেই প্রশ্নের জবাবে ওই পোস্টের স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লেখেন, ‘আমি কোনওদিন নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কারুর সঙ্গে আলোচনা করিনি। এটা সম্পূর্ণ রূপে ভুল তথ্য’।

টলিউড,বিনোদন,টেলিভিশন,সৌমিতৃষা কুন্ডু,দূর্গা পূজা,Tollywood,Entertainment,Soumitrisha Kundu,Durga Puja

পাশাপাশি পোস্টটি চোখে পড়ে ‘পিলু’র আহির অর্থাৎ অভিনেতা গৌরব রায় চৌধুরীরও। তিনিও সবাইকে অবাক করে দিয়ে জানান, গত ১০ বছর দুর্গাপুজোর কোনও অনুষ্ঠানেই যোগ দেননি তিনি। এই খবর সম্পূর্ণ ভুঁয়ো।