Papiya Paul

‘মা-বাবার পর এবার আমিও চলে যাবো!’, জ্যাকি শ্রফের ভিডিও দেখে চোখ জল ভক্তদের

বলিউডের সুপারস্টার জ্যাকি শ্রফ তার দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকদের কাছে আজও সমানভাবে জনপ্রিয়। একজন ভালো অভিনেতার পাশাপাশি তিনি ভালো মানুষও বটে। প্রায় ৩৮ বছর ধরে বলিউডে ৯ টি ভাষায় ২০০ টি সিনেমায় অভিনয় করেছেন। যদিও এখন সেভাবে তাকে সিনেমা করতে দেখা যায় না। কিন্তু তাকে টিভির পর্দায় দেখলে উচ্ছ্বসিত হন অনুরাগীরা। সবকিছুর আগে তার ‘বিডু’ বলার স্টাইল পছন্দ করেন সকলে। তবে এখন বহুদিন আগের জ্যাকি শ্রফের একটি পুরনো ভিডিও ফের ভাইরাল হতে দেখা গিয়েছে।

   

যেখানে অভিনেতা খোলাখুলি ভাবে বেঁচে থাকা এবং মৃত্যু দুটোর কথাই বলেছেন। অভিনেতা ভিডিওতে বলেছেন, ‘মা মারা গেছেন, বাবা মারা গেছেন। ভাই চলে গেছে, সবাই গেছে, এক এক করে নয়। আমরা এসেছি, আমরাও একদিন চলে যাব। এখন তাকে আর ঘুরতে হবে না। তিন জন গেল তিনজন এল। কৃষ্ণ এলো, বাঘ এলো, আমার নারী এলো… তাই জীবনে ভারসাম্য আছে। এরপর আমি চলে যাবো কিছু দিনের মধ্যে আবার কেউ আসবে… জীবনে এভাবে চলতেই থাকবে, এখনই যদি দুঃখ দেখি, তাহলে তোর দুঃখ খুব কম, ভাই… এই কথাটা মনে রাখবেন।’

তবে এই কথার পর তিনি এটাও বলেছেন যে কোন কিছু না পাওয়ার জন্য আক্ষেপ করা উচিত নয়। প্রত্যেকেরই নিজের দোষ আছে। সবারই জীবনে দুঃখ আছে। একদিন সবাইকে মরতে হবে, একদিন সবার মন ভাঙতে হবে, একদিন সবাইকে যেতে হবে। এনার্জি বাড়ান, এমনভাবে বাঁচুন যাতে মানুষ মনে রাখে। আপনার মুখে সবসময় হাসি রাখুন। আর এই পুরোনো ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। জ্যাকির অনুরাগীদের পাশাপাশি অন্যান্য সেলিব্রিটিরাও মন্তব্য করছেন।

দেবানন্দের জন্যই অভিনয়ে আসার সুযোগ পেয়েছিলেন জ্যাকি শ্রফ। দেবানন্দের ছবি ‘স্বামী দাদা’-এর শুটিং দেখতে এসেছিলেন জ্যাকি। যেখানে দেবানন্দের চোখ পড়ে তাঁর দিকে। দেবানন্দের নির্দেশেই বলিউডে কাজ করার সুযোগ পান জ্যাকি। এরপর বলিউডের বিখ্যাত পরিচালক সুভাষ ঘাই ‘হিরো’ ছবিতে জ্যাকিকে নায়ক হিসেবে বেছে নেন। আর এই ছবিটি বক্স অফিসে সাফল্যের পতাকা স্থাপন করে। জ্যাকি শ্রফের পুরো নাম জয় কিষাণ কিন্তু সুভাষ ঘাই তাকে জ্যাকি নাম দিয়েছিলেন। আর সেই থেকে তাকে আর পিছনে তাকাতে হয়নি।