Papiya Paul

জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের বিনামূল্যে ১.৩ লক্ষ টাকা, রয়েছে একাধিক অফার

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জনধন যোজনা বেশ বিখ্যাত। এই যোজনা একাউন্টধারীদের বিশেষ কিছু সুবিধা প্রদান করেন। আপনি যদি এই যোজনা একাউন্ট খুলে থাকেন অথবা খোলার পরিকল্পনা করে থাকেন তাহলে জেনে নিন, সরকার প্রতি গ্রাহককে বার্ষিক ১.৩ লক্ষ-টাকার সুযোগ সুবিধা দেয়। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ব্যাঙ্কিং পরিষেবা সম্প্রচারিত করেছে সরকার। কিন্তু কিভাবে আপনি ১.৩ লক্ষ-টাকা সুযোগ-সুবিধা পেতে পারেন? চলুন জেনে নেওয়া যাক।

   

এই প্রকল্পে প্রত্যেক গ্রাহককে দুই ধরনের বীমার সুবিধা দেওয়া হয়। প্রথমত দুর্ঘটনা বীমা এবং দ্বিতীয় টি সাধারণ বীমা। অ্যাকাউন্ট হোলডার কে ১,০০,০০০ টাকার দুর্ঘটনা বীমা এবং ৩০.০০০ লক্ষ টাকার সাধারণ বীমা দেওয়া হয়। অতএব আপনি পাবেন সম্পূর্ণ ১.৩০ লক্ষ টাকার সুবিধা। যদি কোন হোল্ডার দুর্ঘটনায় পড়েন তাহলে এই স্কিমের অধীনে তাকে দেওয়া হবে ৩০ হাজার টাকা। ওই আঁখি সময় যদি কোন অ্যাকাউন্ট হোল্ডার দুর্ঘটনায় মারা যান তাহলে পরিবারের সদস্যদের দেওয়া হবে ১ লক্ষ টাকা।

এই অ্যাকাউন্টের অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক।

আমানতের উপর সুদ পাবেন আপনি

অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার কোন প্রয়োজন নেই।

টাকা তোলার জন্য এবং কেনাকাটার করার জন্য আপনি পাবেন rupay কার্ড।

সরকারের এই প্রকল্পটি ডিজিটালাইজেশনকেও উৎসাহিত করছে। এছাড়া দেশের প্রতিটি প্রান্তে ব্যাঙ্কিং পরিষেবা সম্প্রসারিত করা হয়েছে।
যেকোনো নিকটস্থ শাখায় গিয়ে আপনি একাউন্ট খুলতে পারবেন। ব্যাংক থেকে আপনাকে ফর্ম দেওয়া হবে এবং সেখানে আপনার সমস্ত বিবরণ যেমন নাম, মোবাইল নম্বর, ব্যাংকের শাখার নম্বর, আবেদনকারীর ঠিকানা এবং সম্পূর্ণ তথ্য পূরণ করতে হবে। তবে এই অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার বয়স ন্যূনতম ১০ বছর হতে হবে।