টাকো,জাপান,শখ,কুকর,Tako,Japan,Passion,Dog

আহামরি শখ! প্রায় ১২ লক্ষ টাকা খরচ করে নিজেকে ‘কুকুর’ বানালেন এই যুবক!

হিন্দিতে একটা কথা আছে ‘শখ বড়ি চিজ হ্যা’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, শখ বেশ বড় ব্যাপার। আসলে প্রত্যেক মানুষের নিজস্ব একটা স্বত্বা রয়েছে আর প্রত্যেক ব্যক্তিরই রয়েছে বিভিন্ন রকমের শখ। আর এই শখ মেটাতে মানুষ সব করতে পারে। কেও নিজের শরীরে বেশ কিছু ধরনের ট্যাটু বানিয়ে ফেলে তো কেও ছোটে পুরনো দ্রব্যাদির পিছন। কেও কেও তো নিজের লিঙ্গই পরিবর্তন করে নেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে সারা বিশ্বের মানুষের বিভিন্ন রকমের শখের কথা আর কারো অজানা থাকেনা, কিন্তু এই সমস্ত কিছুকে ছাপিয়ে গেল জাপানের এক যুবকের শখ। নিজের শখের জন্য তিনি মানুষ থেকে রূপান্তরিত হয়েছেন কুকুরে!

শুনতে খুবই অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। ‘টাকো’ নামে জাপানের ওই যুবকের মানবজীবন ভাল লাগে না। খুব ছোটবেলা থেকেই কুকুরের প্রতি তার ছিল অত্যন্ত আকর্ষণ, এমনকি সারা দিনরাত কুকুরদের সাথেই থাকতেন তিনি। তবে তিনি জানান যে, কুকুরের মতো জীবনযাপন করতে তার নাকি খুব ভাল লাগে। এমনকি সেই শখপূরণের জন্য অবশেষে নিজের রূপ বদলে মানুষ থেকে হয়ে উঠলেন ‘কুকুর’।

আসলে তিনি নিজের শরীরের রূপান্তর করেননি, করেননি কোনো অস্ত্রোপচারও। সেই রাস্তায় না হেঁটে তিনি এক অভিনব পদ্ধতি অনুসরণ করেছেন। আসলে তিনি যোগাযোগ করেন এক পোশাক সংস্থার সাথে, এবং সেখানে তিনি নিজের মতো করে মাপ নিয়ে একটি হুবহু কুকুরের মত দেখতে কস্টিউম বানানোর অর্ডার দেন। জানা যাচ্ছে সেজন্য তাকে খরচ করতে হয় প্রায় ১১ লক্ষ ৬৩ হাজার টাকা!

কিন্তু তিনি এই এতটাকা খরচ করার সময় শর্ত দিয়ে আসেন যে, এই কস্টিউম দেখে যেন কোনোভাবেই যেন কেও ধরতে না পারেন যে এটা কোনও কুকুর নয়। তিনি এজন্য বহুবার যোগাযোগ করে তবে বানান ওই পোষাক। অবশেষে ১১ লক্ষ ৬৩ হাজার টাকা গাঁটের কড়ি খরচ করে সেই পোশাক নিজের হাতে পান তিনি। শখ পুরন হলো তার। এবার তিনি নিজেই কুকুরের মত দেখতে সে পোশাক পরে হাঁটাচলা করেন। এমনকি জীবনযাত্রাও শুরু করেছেন কুকুরের মতোই। তবে ইতিমধ্যেই তাঁর এই নতুন শখের ছবি ভাইরাল নেটমাধ্যমে।

Avatar

Moumita

X