Arijit

বল করতে গিয়ে ভয়ঙ্কর চোট পেলেন বুমরাহ, ভিডিও দেখে গা শিউরে উঠবে

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় পেসার যাসস্প্রীত বুমরাহকে নিয়েই যাবতীয় ভয় ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। সাংবাদিক সম্মেলনে এসে বুমরাহকে নিয়ে নিজেদের ভয়ের কথা স্বীকারও করে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার।

   

আর যাকে নিয়ে ভয় করেছিলেন সেই বুমরাহই দক্ষিণ আফ্রিকাকে প্রথম ঝটকা দেয়। এই দিন ভারতের 327 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বুমরার বলে অধিনায়ক ডিন এলগারকে হারিয়ে প্রথম ঝটকা পায় দক্ষিণ আফ্রিকা দল। যাকে নিয়ে নিজের ভয়ের কথা স্বীকার করেছিলেন সেই বুমরাহর বলেই আউট হলেন ডিন এলগার।

তবে দক্ষিণ আফ্রিকাকে শুরুতেই ঝটকা দিয়ে ভারতের জন্য খারাপ খবর নিয়ে এলো বুমরাহ। বোলিং করতে গিয়ে গোড়ালিতে গুরুতর চোট পেলেন বুমরাহ।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের 11 তম ওভারে বোলিং করতে আসেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। বোলিং করার জন্য নিজের দৌড় শুরু করার কয়েক পা পরেই খুবই খারাপ ভাবে গোড়ালিতে মোচড় খেয়ে মাটিতে পড়ে যান বুমরাহ এবং যন্ত্রণায় কাতরাতে থাকেন। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা এসে মাঠেই তার প্রাথমিক চিকিৎসা করেন এবং তারপর তাকে নিয়ে মাঠের বাইরে যেতে হয়। বুমরার সেই ওভারটি শেষ করেন মহম্মদ সিরাজ।