Arijit

ওয়ানডে ক্রিকেটে জীবনের সেরা বোলিং করে একাধিক নজির গড়লেন বুমরাহ

মঙ্গলবার প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে বোলিং করতে নেমে শুরু থেকেই বল হাতে কার্যত পিচের মধ্যে আগুন ঝরালেন ভারতের বোলাররা। ওভালে যশপ্রীত বুমরার সুইংয়ের সামনে দাঁড়াতেই পারল না বিশ্বচ্যাম্পিয়নরা। বুমরার পাশাপাশি বল হাতে ইংরেজদের অস্বস্তিতে রাখলেন মহম্মদ শামিও।

ইংল্যান্ডের মেঘলা ওয়েদারের সুযোগ কাজে লাগিয়ে  বিষাক্ত সুইংয়ের মাধ্যমে ইংরেজ ব্যাটসম্যানদের উড়িয়ে দিলেন যশপ্রীত বুমরার। মাত্র ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং একাই ধ্বংস করে দিলেন বুমরাহ, বুমরাহ দাপটে বোলিংয়ে ১১০ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। আর এইদিন বল হাতে একাধিক নজির গড়লেন বুমরাহ।

প্রথম ভারতীয় বোলার হিসাবে ইংল্যান্ডের মাটিতে ৫০ ওভারের ক্রিকেটে ৬ উইকেট নেওয়ার নজিরও গড়লেন।
বুমরার ১৯ রানে ৬ উইকেটও এক দিনের ক্রিকেটে কোনও ভারতীয় বোলারের তৃতীয় সেরা পারফরম্যান্স। ২০১৪ সালে স্টুয়ার্ট বিনি বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৪ রান খরচ করে ৬ উইকেট নেন। দ্বিতীয় স্থানে রয়েছেন অনিল কুম্বলে। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২ রান দিয়ে ৬ উইকেট নেন।

মঙ্গলবারের ম্যাচের প্রথম ১০ ওভারের মধ্যেই ৪টি উইকেট তুলে নিলেন বুমরা। ২০০২ সালের পর তৃতীয় ভারতীয় হিসাবে এই কৃতিত্ব দেখালেন তিনি।