অস্ট্রেলিয়া ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা কোচ হচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার। জাস্টিন ল্যাঙ্গারের কোচিংয়ের অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে বিরাট ব্যবধানে অ্যাশেজ সিরিজে হারিয়েছে। এছাড়াও কয়েকমাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছুদিন পরেই অস্ট্রেলিয়ার কোচের পদ ছাড়তে বাধ্য হন জাস্টিন ল্যাঙ্গার।
তাই তিন মাস হয়ে গেল তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচের পদ ছেড়ে দিয়েছেন। এবার এতদিন পর ফের অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন জাস্টিন ল্যাঙ্গার। এ বার সে দেশের বোর্ডের বিরুদ্ধে সরাসরি নোংরা রাজনীতির অভিযোগ তুললেন জাস্টিন ল্যাঙ্গার। জানালেন, রাজনীতির জন্যেই কোচের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল তাঁকে।
এইদিন লাঙ্গার বলেন, ” টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাশেজ জয়ের পরেও আমাকে মাত্র ছ’মাসের চুক্তি দিয়ে অপমান করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আমার পাশে এক সময়ের সতীর্থরা যে ভাবে দাঁড়িয়েছিলেন, সেটাও ভাল চোখে দেখেনি বোর্ড। শেষ তিন-চার বছর ধরে রাজনীতি নিয়ে অনেক ভেবেছি। সবাইকে সন্তুষ্ট রাখতে চেয়েছি। তাতে শারীরিক এবং মানসিক ভাবে প্রভাব পড়েছিল। সবাইকে সন্তুষ্ট রাখতে গিয়ে বড় শিক্ষা পেয়েছি।”