টলিউড,বিনোদন,গসিপ,জিতু কামাল,অপরাজিত,দুর্গাপূজা,সাক্ষাৎকার,Tollywood,Entertainment,Gossip,Aparajita,Durgapuja,Interview,Jeetu Kamal

Moumita

হতে পারেন জনপ্রিয় অভিনেতা, বিখ্যাত হয়েও বদলাননি জিতু, পুজোতে চাই ব্যারাকপুরের বিরিয়ানি!

অভিনয়টা তিনি ভালোই করেন, আর তাই জনপ্রিয়তাটাও কিছু কম নয়। তবে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অপরাজিত’ যেন এই জনপ্রিয়তার মাত্রা বাড়িয়ে দিয়েছে আরো কয়েক ধাপ। আমরা কথা বলছি পর্দার সত্যজিৎ রায় ওরফে ‘জিতু কামাল’-র কথা। এর আগে ছোটো পর্দায় চুটিয়ে কাজ করলেও অনিক দত্তের ‘অপরাজিত’ নতুন পরিচিতি দিয়েছে জিতুকে।

   

এইমুহুর্তে ইন্ডাস্ট্রিতে জিতুর যা ডিমান্ড তাতে করে সুপারস্টার তকমাটা তার নামের আগে বসানোর যায়। তবে স্টার থেকে সুপারস্টার হয়ে যাওয়ার পর জীবন বদলে গেছে ভাবছেন? উহঃ, মোটেও এমনটা নয়। হ্যাঁ, জীবনে ব্যস্ততা বেড়েছে ঠিকই, তবে আজও তিনি সেই জিতুই রয়ে গেছেন। স্ত্রী, পরিবার বন্ধুবান্ধব নিয়ে তার রোজনামচা সেই আগের মতোই।

যদিও তারকা সুলভ হামবড়াই ভাবটা তার কোনোকালেই ছিলোনা। আর এর জন্য বেশকিছু সুযোগ হারালেও অনুরাগীদের ভালোবাসা পেয়েছেন ভরপুর। এই যেমন দিনকয়েক আগেই সাংবাদিকদের সঙ্গে খোশগল্পে মেতেছিলেন নায়ক। ভাগ করে নিচ্ছিলেন নিজের পুজোপ্ল্যান।

টলিউড,বিনোদন,গসিপ,জিতু কামাল,অপরাজিত,দুর্গাপূজা,সাক্ষাৎকার,Tollywood,Entertainment,Gossip,Aparajita,Durgapuja,Interview,Jeetu Kamal

জানা গেলো, এইবারের পুজোটাও কাটবে অন্যান্যবারের মতোই। হাতে কিছু কাজ থাকলেও ষষ্ঠী থেকে সম্পূর্ণ ফাঁকা করে নিয়েছেন নিজেকে। পুজোর চারটে দিন সম্পূর্ণ তার পরিবার আর বন্ধুবান্ধবদের। বাড়িতে আমন্ত্রণ রয়েছে তার স্কুলের বন্ধুদের। পুরোনো দিনের মতো আড্ডা দিতে দিতে ফিরে যাবেন অতীতে।

পাশাপাশি খাওয়া দাওয়া নিয়েও কোনো ডায়েটের ধার ধারবেননা তিনি। বছরের বাকি দিন গুলো স্ট্রিক্ট ডায়েটে থাকলেও এই কটা দিন চলবে জোরদার খাওয়াদাওয়া। জিতুর কথায়, ব্যারাকপুরের বিরিয়ানি তার চাই-ই চাই। আর এই প্রথার কোনো নড়নচড়ন হবার জো নেই। পাশাপাশি তিনি জানান, পুজোয় মোবাইল ফোনটাও যতটা সম্ভব কম ব্যবহার করবেন।

টলিউড,বিনোদন,গসিপ,জিতু কামাল,অপরাজিত,দুর্গাপূজা,সাক্ষাৎকার,Tollywood,Entertainment,Gossip,Aparajita,Durgapuja,Interview,Jeetu Kamal

এদিকে কাজের কথা বললে, খুব শীঘ্রই তার আরো দুটো ছবি মুক্তি পেতে চলেছে। একদিকে ‘তিতুমীর’ এবং অপরদিকে আরো একটা চমকপ্রদ কাজ রয়েছে তার হাতে। সুনীল গঙ্গোপাধ‍্যায়ের কালজয়ী উপন‍্যাস ‘অরণ‍্যের দিনরাত্রি’ অবলম্বনে ফের ছবি তৈরি হতে চলেছে টলিউডে। সত্যজিৎ রায়ের পর অরুণ রায়ের পরিচালনায় আরো একবার পর্দায় আঁকা হবে এই উপন্যাসের গল্প।