Arijit

পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে মানসিক ভারসাম্যই হারিয়ে ফেলেছিলেন জেসন রয়

কোন একটি বিশেষ কারণের জন্য আইপিএলের না খেললেও পিএসএলে খেলতে গিয়েছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জেসন রায়। পিএসএল খেলার ভয়ঙ্কর অভিজ্ঞতা এবার তিনি স্বীকার করে নিলেন। তাঁর মতে পিএসএলে খেলতে এসে তাঁর মনে হয়েছিল যে জায়গাটা অদ্ভুত। মানসিক সমস্যাও শুরু হয় তাঁর।

   

এবার পিএসএলে কুয়েতা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলেন রয়। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। ছ’টি ম্যাচ খেলে 303 রান করেন তিনি। গড় 50.5, স্ট্রাইক রেট 170.22। তবে ভালো খেললেও মানসিক সমস্যা শুরু হয়ে গিয়েছিল জেসন রায় এর।

এক সাক্ষাৎকারে রয় বলেন, “পিএসএলে আমার মানসিক অবস্থা ঠিক ছিল না। খুব অদ্ভুত একটা জায়গায় ছিলাম আমি। ভাল খেলছিলাম কিন্তু খেলাটা উপভোগ করতে পারছিলাম না। আনন্দ পাচ্ছিলাম না। বাড়ি ফিরে স্বস্তি পেয়েছিলাম। মনে হয়েছিল সাধারণ জীবনে ফিরলাম।”