Papiya Paul

জিও আপনাকে দিচ্ছে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা, দেখে নিন কিভাবে

বর্তমান সমাজে ইন্টারনেট ছাড়া আমরা চোখে অন্ধকার দেখি। কোন সময় ইন্টারনেট ব্যবস্থা ব্যাহত হলে অথবা বাড়িতে কারেন্ট না থাকলে আমাদের হয়ে যায় পাগল পাগল অবস্থা। আবার অনেক সময় অতিরিক্ত নেট ঘাটাঘাটি করলেও সময়ের আগেই শেষ হয়ে যায় ইন্টারনেট। কিন্তু চিন্তা করবেন না এবার জিও নিয়ে এলো আপনার জন্য এমন একটি অফার যার সাহায্যে আপনি বিনা রিচার্জে পেয়ে যাবেন ৫ জিবি পর্যন্ত ডাটা। শুধু তাই নয়, এই ডেটা পাওয়ার জন্য আপনাকে কোন অর্থ দিতে হবে না জিওকে।

   

কিন্তু কি ভাবে? আসলে অনেক সময় গ্রাহকদের প্রয়োজনীয় ডেটা সময়ের আগেই শেষ হয়ে যায়। হাই স্পিড ডেটা পেতে গেলে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় প্রত্যেক গ্রাহককে। সেই সময়ে কোন প্রয়োজনীয় কাজ থাকলেও তা করতে পারেন না গ্রাহকরা। তাই জিও নিয়ে এলো আপনার জন্য এই অফার যা আপনি ডেটা শেষ হয়ে গেলে ব্যবহার করতে পারবেন।

সারা মাসে ১ জিবি করে পাঁচ বার ব্যবহার করার সুযোগ পাবেন আপনি। এই পদ্ধতি প্রয়োগ করার জন্য গ্রাহককে মাই জিও অ্যাপের মাধ্যমে এমারজেন্সি ডেটা লোন ট্যাব সক্রিয় করতে হবে। প্রতিদিন ডেটা শেষ হয়ে যাওয়ার পর গ্রাহক এই ডেটা প্রয়োজন হলে ব্যবহার করতে পারবেন।

যদিও এই ডেটা ফেরত দেবার জন্য কোনো নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছে না জিও সংস্থা, কিন্তু সেটা ফেরত দেবার জন্য বারবার রিমাইন্ডার দিতে থাকবে কোম্পানি। ১ জিবি ডাটার দাম ধার্য করা হয়েছে ১১ টাকা। এই পদ্ধতি অবলম্বন করার জন্য আপনাকে ‘মাই জিও” অ্যাপে গিয়ে বাম দিকে উপস্থিতির তিন বিন্দু মেনু নির্বাচন করতে হবে প্রথমে। তারপর আপনাকে এমারজেন্সি ডেটা লোন অপশনে যেতে হবে। গেট ইমারজেন্সি ডেটা অপশনে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে অ্যাক্টিভেটেড নাউ। ব্যাস, তাহলেই আপনি পেয়ে যাবেন এই লোনের সুবিধা।