নিউজশর্ট ডেস্কঃ Jio, এই নামটি শুনলেই সাশ্রয়ী মূল্যের কথা মাথায় আসে সকলের। রিচার্জ প্ল্যান(Recharge Plan) থেকে ওটিটি সাবস্ক্রিপশন সবেতেই সস্তায় সার্ভিস দেয় রিলায়েন্স জিও(Reliance Jio)। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই তাই আজ এই জিওর গ্রাহক। সবচেয়ে সস্তার প্ল্যান বাজারে এনে বারবার চমক দিয়েছে এই সংস্থা। তবে এবারে উলটো খেলা দেখাল জিও।
বাজারে এবার তারাই নিয়ে এল সবচেয়ে দামী প্ল্যান । বিশেষ এই প্ল্যান এখনও অবধি গোটা টেলিকম ইন্ডাস্ট্রির সবচেয়ে দামী প্ল্যান। এই প্ল্যান ছাড়িয়ে দিয়েছে আগের সকল রেকর্ডকে। বিশেষ এই প্ল্যানে মিলবে 5G নেটের সুবিধে। এই মুহূর্তে ভারতের মোট ৭৭৬৪টি শহরে রয়েছে এই 5G পরিষেবা। এছাড়াও এই প্ল্যানেই থাকবে আরও একাধিক সুবিধে। আসুন জেনে নিই এই প্ল্যানের সকল ডিটেইলস।
এই প্ল্যানটির জন্য আপনাকে খরচ করতে হবে মোট ৩৬৬২ টাকা। এটির ভ্যালিডিটি থাকবে ৩৬৫ দিন অর্থাৎ মোট ১ বছর। তবে এতে মিলবে নানান আকর্ষণীয় সুবিধে। প্রথমত এতে আপনি পাবেন দৈনিক ২.৫ জিবি ডাটা । এছাড়াও পাবেন আনলিমিটেড কল ও দৈনিক ১০০ টি এস এম এসের সুবিধে। মোট ৯১২.৫ GB ডাটা আপনি পাবেন নেই এই প্ল্যানের থেকে। গোটা প্ল্যানটিতে থাকবে আনলিমিটেড 5G ডাটার সুবিধা।
তবে, অনেকেরই প্রশ্ন ছিল সাধারণ পরিষেবা দিলেও কেন এতও দামী এই প্ল্যান। তবে আগেই বলা হয়েছিল যে এই প্ল্যান মোটেই সাধারণ নয়। এটি একটি বিশেষ প্ল্যান আর সেই কারণেই এর রয়েছে কিছু বিশেষ সুবিধে। প্রথমত এই প্ল্যানে আপনি পাবেন দুইটি বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্মের সুবিধে। প্ল্যাটফর্মে দুইটি হল Zee 5 ও Sony LIV । তাই যারা এই দুইটি প্ল্যাটফর্মের ভক্ত তাদের জন্যও রয়েছে এ এক দূর্দান্ত প্ল্যান। এছাড়াও এই প্ল্যানে jioTv, JioCloud ও JioCinema’র সাবস্ক্রিপশনও পাবেন আপনি। এই মুহূর্তে সারাদেশে 5G পরিষেবা চালু না হলেও বছর শেষ হবার আগেই ইন্ডিয়ার প্রতিটা কোনায় 5G নেট পরিষেবা পৌঁছে দেবে জিও।।