Jio launches new Recharge Plans under Rs 200 know their features

BSNL-র জেরে নাজেহাল! চাপে পরে ২০০ টাকারও কমে একগুচ্ছ প্ল্যান আনল Jio

নিউজশর্ট ডেস্কঃ দেশের সবচেয়ে দ্রুত বাড়তে থাকে মোবাইল টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও। যদিও জুলাইতে রিচার্জের দাম ২৫ শতাংশ বাড়িয়ে দেওয়া পর ক্ষুদ্ধ আমজনতা। আগের তুলনায় রিচার্জ করতে গেলেই খসছে অতিরিক্ত টাকা, যেটা মোটেই ভালোভাবে নেয়নি ভারতের সাধারণ মানুষ। এদিকে Jio এর মত Airtel ও VI দাম বাড়ালেও প্ল্যানের খরচ বাড়ালেও BSNL কিন্তু দাম একই রেখেছে।

এসবের বহু গ্রাহকেরা জিও থেকে পোর্ট করে বিএসএনএল এ চলে যাচ্ছেন। যার ইঙ্গিত দিচ্ছে বিগত মাসে বিএসএনএল এর রেকর্ড হারে বিক্রি হওয়া সিমের সংখ্যা। এমতাবস্থায় গ্রাহকদের খুশি করতে বড় সিদ্ধান্ত নিল জিও। ফিরছে ২০০ টাকারও কমের কিছু রিচার্জ প্ল্যান। যেখানে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি থাকবে একাধিক সুবিধা। আজ Jio এর এই নতুন প্ল্যানগুলি সম্পর্কেই জেনে নেব।

Jio Rs 189 রিচার্জ প্ল্যান

নতুন যে সমস্ত প্ল্যান বের করা হয়েছে তারমধ্যে সবচেয়ে সস্তা হল এই প্ল্যানটি। ১৮৯ টাকা দিয়ে রিচার্জ করলে গ্রাহকেরা আনলিমিটেড কলিং থেকে ৩০০টি ফ্রি SMS এর পাশাপাশি মোট ২ জিবি হাইস্পীড ডেটা পেয়ে যাবেন। অর্থাৎ যারা শুধুমাত্র কলিং বেশি করেন তাদের জন্য এই রিচার্জ প্ল্যানটি একেবারে পারফেক্ট হতেই পারে।

Jio Rs 198 রিচার্জ প্ল্যান

এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে গ্রাহকেরা আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি প্রতিদিন ২  জিবি হাইস্পীড ডেটা পেয়েই যাবেন। একইসাথে ১০০টি এসএমএস প্রতিদিন ও জিও এর সমস্ত অ্যাপ যেমন জিও টিভি, জিও ক্লাউড, জিও সিনেমার সাবস্ক্রিপশন পেয়ে যাবে। তবে এই প্ল্যানের বৈধতা থাকবে ১৪ দিন।

আরও পড়ুনঃ নিঃস্ব হয়েও হার মানতে নারাজ, ঔষধি গাছের চাষ করে আজ কোটিপতি রাজস্থানের রাকেশ

Jio Rs 199 রিচার্জ প্ল্যান

আপনি যদি ১৯৯ টাকা দিয়ে রিচার্জ করেন তাহলে আমলিমিটেড কলিং তো থাকছেই সাথে মিলবে ১.৫ জিবি হাইস্পিড ডেটা প্রতিদিন। একইসাথে ১০০ ফ্রি SMS ও জিও টিভি, জিও সিনেমা থেকে জিও ক্লাউডের মত পরিষেবা মিলবে একেবারে বিনামূল্যে। এই প্ল্যানটির বৈধতা থাকবে ১১৮ দিন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X