নিউজ শর্ট ডেস্ক: যদি কারও ওয়াইফাই,ডিটিএইচ এবং একই সাথে ভালো ওটিটি প্ল্যানের দরকার হয়, তাহলে শুধুমাত্র তাদের জন্যই এই দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা জিও (Jio)। সম্প্রতি এই টেলিকম সংস্থার তরফে ৫০ দিনের জন্য বিনামূল্যের জিও ফাইবার পরিষেবা প্রদান করা হচ্ছে।
তবে জানা যাচ্ছে বিনামূল্যের এই পরিষেবা পাওয়া যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। জিও’র ফাইভ জি ফিক্সড ওয়ারলেস অ্যাক্সেস পরিষেবা যে দেশের মোট ৫৩২ টি শহরে পৌঁছেছে তারই প্রচার করতে জিও এই বিনামূল্যের পরিষেবা দিচ্ছে। জানা যাচ্ছে জিও’র নতুন পুরোনো সব গ্রাহকরাই এই পরিষেবার সুবিধা নিতে পারবেন। আসুন জিও’র এই অফার সম্পর্কে বিস্তারিত জানা যাক।
জানা যাচ্ছে আছে জিও ফাইবারের ৫০ দিনের এই বিনামূল্যের রিচার্জের পরিষেবা শুধুমাত্র জিও ট্রু ৫জি গ্রাহকদের জন্য দেওয়া হবে। অর্থাৎ যাদের ফাইভ জি ডিভাইসে দুই সপ্তাহের বেশি পুরোনো নেটওয়ার্ক রয়েছে। অর্থাৎ এই পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের কমপক্ষে দু সপ্তাহের জন্য জিও-র সত্যিকারের ফাইভ জি পরিষেবা ব্যবহার করতে হবে।
সে ক্ষেত্রে ওই যোগ্য নম্বরেরই ব্যবহার করা হবে। এছাড়াও এই অফারটি শুধুমাত্র তারাই পাবেন যে সমস্ত গ্রাহকরা ৬-১২ মাসের অ্যাডভান্সড পেমেন্টের সাথে ৫৯৯ টাকা কিংবা তার বেশি টাকার প্ল্যান রিচার্জ করে থাকেন। এখানে বলে রাখি চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের ৩০শে এপ্রিল এই প্ল্যান রিচার্জ তারিখ।
আরও পড়ুন: গরম থেকেই আয় হবে মুঠো মুঠো টাকা! এই সুযোগ হাতছাড়া করলেই হবে আফসোস
জানা যাচ্ছে মোট ৫০ দিনের জন্য বিনামূল্যে এই জিও ফাইবার ব্যবহার করার সুযোগ আছে। জিও ফাইবারের এই প্ল্যানে মোট পঞ্চাশ দিনের জন্য বিনামূল্যে জিও ফাইবারের পরিষেবা গুলি উপভোগ করা যাবে। যারা ভারতে জিও’র ফাইভ জি ফিক্সড ওয়ারলেস অ্যাক্সেস পরিষেবার পরীক্ষা করতে চান তাদের জন্য এটি অত্যন্ত ভালো একটি অফার।