Papiya Paul

মাত্র ৫০০ টাকার স্মার্টফোন বাজারে এনে সবাইকে টেক্কা দিচ্ছে জিও, দ্রুত অর্ডার করুন

দীপাবলিতে সকলকে খুশি করে দিতে আসছে জিও। জিও-র সব থেকে সস্তা স্মার্টফোন, আসতে চলেছে বাজারে। এই নতুন স্মার্টফোনে থাকবে এমন কিছু ফিচার, যা শুনলে আপনি চমকে যাবেন। যেকোনো মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসা হয়েছে এই ফোনটি। গুগলের সাথে পার্টনারশিপ করার পর এই প্রথম একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে রিলায়েন্স জিও। এই একটিমাত্র প্রোডাক্ট মুহূর্তের মধ্যে পাল্টে দিতে পারে লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবন।

   

চলুন এবার জেনে নেওয়া যাক কী কী থাকছে এই নতুন স্মার্টফোনে। আগেই জেনে নিন এই স্মার্টফোনের দাম কত। জিও ফোন নেক্সট এর বেসিক মডেলের দাম, ৫০০০ টাকা, কিন্তু এটি আপনি পেয়ে যাবেন মাত্র ৫০০ টাকায়!! হ্যাঁ ঠিক শুনেছেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথবা অন্যান্য ব্যাংকের মাধ্যমে যদি কিনতে পারেন এই ফোন, তাহলে আপনি এই অফারটি পেতে পারেন।

এই ফোনে থাকবে ৫.৫ ইঞ্চি এলইডি ডিসপ্লে। ১৬ জিবি স্টোরেজ, ২ জিবি অথবা ৩২ জিবি স্টোরেজ শহর ৩ জিবি র্্যম। ৪ জিবি সাপোর্ট সিস্টেম এবং ডুয়েল সিম সাপোর্ট থাকবে এই ফোনে। ব্যাটারি ২,৫০০ mAh। ক্যামেরা থাকবে ১৩ মেগাপিক্সেলের। পাশাপাশি সেলফি এবং ভিডিও কলের জন্য থাকবে ৪ মেগাপিক্সেলের সেন্সর। গুগোল লেন্স-র সাপোর্ট থাকবে এই ক্যামেরায়।এছাড়াও এই ফোনে থাকবে ভলিউম, পাওয়ার বাটন, হটস্পট। ক্যামেরার সঙ্গে পোর্ট্রেট মোড এবং স্নাপচাট ফিল্টার্স ফিচার থাকবে। থাকবে মিউজিক সিস্টেম প্লে করার সুবিধা। জিও-র পক্ষ থেকে সব রকম সফটওয়্যার এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে এই ফোনে।

তাহলে আর দেরি না করে এখনই এই ফোনের অর্ডার করে দিন এবং প্রিয়জনকে দীপাবলি অথবা ভাইফোঁটায় গিফট করুন ঝাঁ-চকচকে নতুন ফোন, আর হয়ে যান সকলের প্রিয় জন।